মাওলা ভাসানী (রহঃ) এর চিরন্তন বাণী।

মাওলা ভাসানী (রহঃ) এর চিরন্তন বাণী।

মাওলানা ভাসানীর বাণী Mawlana Bhashani 01

“একের ঘরে মনকে বসাও, অভিষ্টতাকে পাইবে।”

মাওলানা ভাসানীর বাণী Mawlana Bhashani 02

“প্রভুর সন্তুষ্টির জন্য আপন খাহেশ কে কোরবানি করাই হলো আসল কোরবানি।”

মাওলানা ভাসানীর বাণী Mawlana Bhashani 03

“আল্লাহ’র ও তার সৃষ্টির ভেদ মুখের ভাষায় বলা যায়না, কিন্তু না বলার মধ্যেও যতটুকু বলা যায় তা সঙ্গীতেই সম্ভব।”

মাওলানা ভাসানীর বাণী Mawlana Bhashani 04

“মুসিবতে পড়িয়াছ বলিয়া আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। কারবালার ঘটনা বারবার ঘটিবে আর প্রত্যেক বারই লাহুর দরিয়ায় গোসল করিয়া ইসলাম জিন্দা হইয়া উঠিবে।”

মাওলানা ভাসানীর বাণী Mawlana Bhashani 05

“আল্লাহকে জানিয়া শুনিয়া ইবাদতে মগ্ন হও, তবেই কামিয়াব হইবে। মনে রাখিও, অন্ধের মত আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়া লাভ নাই। ইহাতে ঈমানের দৃঢ়তা থাকে না।”

মাওলানা ভাসানীর বাণী Mawlana Bhashani 06

“মানুষের প্রশংসিত হওয়া সাজে না। যখন কেউ তোমার প্রশংসা করে তখন তোমার নিজের অপ্রকাশিত দোষগুলোর কথা চিন্তা করিও, তবেই এই রোগের হাত হইতে রক্ষা পাইবে।”

মাওলানা ভাসানীর বাণী Mawlana Bhashani 07

“আল্লাহর ভাব ব্যাতিত অপর কোন ভাবেই মুগ্ধ হইও না। দুনিয়ার সকল ভাবকে হৃদয়ঙ্গম কর। এতেই অনাবিল আনন্দ পাইবে।”

মাওলানা ভাসানীর বাণী Mawlana Bhashani 08

“হিন্দুর ক্ষুধা, মুসলমানের ক্ষুধা, বৌদ্ধের ক্ষুধা একই রকম। শোষক ও জালেমের কোনো ধর্ম নেই। মজলুমের কোনো ধর্ম নেই। জালেম হিন্দু হোক আর মুসলমান হোক, দেশি হোক আর বিদেশি হোক, কালো চামড়ার হোক আর সাদা চামড়ার হোক-সব সমান।”

Source: আত্মশুদ্ধিতে সূফিবাদ

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel