আমিত্ব বা অহংকারের কুফল সম্পর্কিত কুরআনের কিছু দলিল

(১) সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব তেমনি কোন অহংকারীও জান্নাতে প্রবেশ করা সম্ভব না।__[আরাফ: ৪০]

(২) অহংকারীদের অন্তর সত্যবিমুখ।__[নহল: ২২]

(৩) অহংকারী সেজদাকারীদের অন্তভূর্ক না এবং তারা কাফের।__[বাকারা: ৩৪], [যুমার: ৬৯]

(৪) অহংকারী হীনতমদের অন্তর্ভূক্ত।__[আরাফ: ১৩]

(৫) ঈমান তাদেরই আছে যারা অহংকারমুক্ত।__[আস সেজদাহ: ১৫]

(৬) অহংকারীরা আল্লাহর ইবাদাত করলেও অহংকার করে।__[আম্বিয়া: ১৯]

(৭) আল্লাহর ইবাদাতে যারা অহংকার করে তারা জাহান্নামী।__[মুমিন: ৬০]

(৮) অহংকারীরা রসূলদের নির্দেশ অমান্যকারী।__[বাকারা: ৮৭]

(৯) অহংকারী আল্লাহর উপর অসত্য আরোপ করে এবং আল্লাহর বানী অস্বীকার করে।__[আনআম: ৯৩]

(১০) অহংকারীরা আল্লাহর নেয়ামত পেলে দূরে সরে যায়।__[বণী ইসরাইল: ৮৩]

(১১) অহংকারীরা পালনকর্তার সাক্ষাতে বিশ্বাসী না এবং তারা অবাধ্য।__[ফুরকান: ২১]

(১২) অহংকারীরা আল্লাহর নিদর্শনগুলো দেখেও দেখে না এবং প্রত্যাখ্যান করে।__[নমল: ১৪]

(১৩) অহংকারীরা হয়রান ও পেরেশান থাকে।__[বাকারা: ১৫]

(১৪) প্রকৃত সেজদাকারী তারাই যারা অহংকার মুক্ত।__[আস সেজদাহ: ১৫]

(১৫) অহংকারীরা কাফের ও বিরোধিতায় লিপ্ত।__[সোয়াদ: ২]

(১৬) অহংকারীরা ইবলিশ ওঅস্বীকারকারীদের অন্তর্ভূক্ত।__[সোয়াদ: ৭৪]

(১৭) কেয়ামতের দিন অহংকারীদের মুখ কালো থাকবে।__[যুমার: ৬০]

(১৮) অহংকারীরা অবিবেচক।__[আহক্বাফ: ১০]

(১৯) অহংকারীদের অন্তর মোহর মেরে দেয়া হয়েছে।__[মুমিন: ৩৫]

(২০) অহংকারীরা মানুষকে অবজ্ঞা করে এবং পৃথিবীতে গর্বের সাথে চলাফেরা করে।__[লোকমান: ১৮]

(২১) অহংকারীদের জন্য নরকের অগ্নিসজ্জা আছে।__[আরাফ: ৪১]

(২২) অহংকারীরা চিরকাল জাহান্নামী।__[নাহল: ২৯], [যুমার: ৭২], [আরাফ: ৩৬]

আল্লাহপাক কোরানে অহংকার বা আমিত্ব সম্পর্কে ৬০ টিরও বেশি আয়াত নাযিল করেছেন। আল্লাহর একটি আয়াতের গুরুত্ব কত যারা বোঝার বুঝবে, সেখানে ৬০ টিরও বেশি আয়াতে ঘুরিয়ে ফিরিয়ে এক কথাই বারবার বলছেন যে অহংকারীরা কোনদিনও সত্যপথের নয়, আল্লাহর আনুগত্যকারী না এমনকি ইবাদাত করলেও না। ইবলিশ একমাত্র অহংকারের জন্যই বেহেশত থেকে অভিশপ্ত হয়েছে তাই ইবলিশের প্রধান হাতিয়ার হলো নানা ছলনায় মানুষকে অহংকারে ডুবিয়ে রাখা।

– ইশরাত জাহান

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel