জ্ঞান লাভের জন্য ওলিদের সন্ধানের শিক্ষা সয়ং আল্লাহই দিয়েছেন।
স্বয়ং মহান আল্লাহ’র একজন নবুয়ত প্রাপ্ত কিতাবধারী নবী আল্লাহর আদেশেই আল্লাহর ওলির সন্ধানে বের হলেন,
“তখন তারা আমার বান্দাদের এক বান্দাকে পেল, যার প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম আর আমার পক্ষ থেকে তাকে বিশেষ (ইলমে লাদুনি/ঐশী জ্ঞান) জ্ঞান দান করেছিলাম। (আল কাহফ-৬৫)
অতপর মূসা আঃ ঐশী জ্ঞান শিক্ষা লাভের জন্য আল্লাহর ওলির নিকট অনুনয় করলেন, “মূসা তাকে বলল, ‘আমি কি এ শর্তে আপনার অনুসরণ করব যে, আপনি আমাকে সেই (বিশেষ) জ্ঞান থেকে শিক্ষা দেবেন যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে?’” (আল কাহফ-৬৬)
আল্লাহর ওলি বললেন, “সে বলল, ‘আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না।’”
“আপনি কীভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানের আয়ত্বের বাইরে?’
(আল কাহফ -৬৭,৬৮)
শিক্ষাঃ জ্ঞান লাভের জন্য আল্লাহর ওলিদের সন্ধান করা ও তাদের থেকে শিক্ষা লাভ করার জন্য সয়ং আল্লাহ’ই আমাদের শিখিয়েছ। ওলিদের নিকট কেন যেতে হবে তা একজন জলিল কদর নবীকে দিয়ে আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিলেন। যা আল্লাহর এক উজ্জল দৃষ্টান্ত। আরো শিক্ষনীয় বিষয় হচ্ছে আল্লাহর ওলিরা যা করে যা বলে তা আমাদের জ্ঞান সীমানার বাহিরে। এবং তাদের নিকট যে জ্ঞান রয়েছে তা কোন গ্রন্থেই লিপিবদ্ধ হয়নি।