হোমপেজ ইলমে মারেফত মানুষ ভজন

মানুষ ভজন

268

মানুষ না ভজলে মানুষের মুক্তি নাই।
এই সংসারের সবই মানুষ,মানুষ ঠেকল  মানুষ না পাই।।

মানুষ এরুপ মিলে, দুগ্ধে যেরুপ সহদ দিলে,
মানুষে মনহুছে মিলে কারবালাতে হয় লড়াই।।

যদি মানুষ হইতে চাও, মানুষ পদে প্রান বিকাও,
মানুষের সঙ্গী হইলে মানুষ দিবে মানুষ বানাই।
যদি, কু মানুষের সঙ্গ ছাড়, তবে মানুষ চিনতে পার,
দেখবা মানুষ প্রেম বাজারে মানুষ লয়ে খেলছে রাই।।

মনের মানুষ মনি পুরে,আছে কাছে পাইতে দূরে,
কেও পেয়েছে এক দমেতে কেও না পায় জনম গোঁয়াই।
সেই মানুষকে চাও যদি,চিন আগে নূর মোহাম্মদী,
ছাড়িয়ে নফছানী খোদী মুর্শিদ পদে ডুব যাই।।

নূরনগরে পরশ মানুষ, প্রেম সংঘর্ষে বনে মানুষ,
লক্ষ লক্ষ কুমানুষরে মানুষ বানায় পদে মিশাই।
নূরে মওলা নূরনগরী, জাত মানুষের প্রানেশ্বরী,
আনোয়ার ঐ পদে মিশতে কবুল কর মালেক সাঁই।।

রচয়িতা : মরমী সাধক আনোয়ার উল্লাহ শাহ(শানে হযরত গাউছে সুলতান নূরনগরী কঃ)

[ খলিফায়ে গাউছে সুলতান নূরনগরী ]

গ্রন্থ সূত্র: [ দেওয়ানে আনোয়ার (তৌহিদ তত্ত্ব) ১০১নং কালাম) ]