সূফির পরিচয়
সূফি শব্দের অর্থ আত্মদর্শনকারী, যিনি শায়েখে তাসাব্বুরের (গুরুর ধ্যান) মাধ্যমে তাসকিয়ায়ে নফস (নফসের পরিশুদ্ধতা) অর্জন করেছেন এবং সুনির্মল ও পবিত্র চরিত্রের অধিকারীকে সূফি বলা হয়।
সূফিদের পথ ও মতকে বলা হয় সূফিবাদ। যিনি সূফিবাদকে অনুসরণ করনে তাকে সূফিবাদী বলা হয়। সূফিদের পথ, মত ও জীবনদর্শন আলাদা কোনো পথ নয়, এই পথ সকল নবী, রসুল, অবতার, ওলি আউলিয়াদের পথ ও মত। সূফিরা নীতি ও আদর্শের চেয়ে ইশক তথা মুহাব্বতকে গুরুত্ব দিয়ে থাকেন। ইশক তথা প্রেমই সূফিদের ধর্ম। সূফিধারা হলো ইসলামের হৃদপিণ্ড। প্রাণ ব্যতীত যেমন দেহ সক্রিয় থাকে না, তেমনি সূফি ব্যতীত ইসলাম জীবন্ত হয় না। একজন সূফিই কোরানিক দর্শনকে জীবন্ত করে তুলেন। এই সূফির আরেক নাম হলো দরবেশ।
যাদেরকে আমরা আত্মারবিজ্ঞানী বলে থাকি। সূফিরা মানুষকে তার মূল সত্তায় ফিরিয়ে দেবার আহবান করেন।মানুষকে তার নিজের সাথে পরিচয় করানোর প্রয়োগ পদ্ধতি দিয়ে থাকেন। সূফিদের বিজ্ঞান কোরানের কষ্টি পাথর দ্বারা যাচাইকৃত। সূফিদের বিজ্ঞান মর্মমুখী বিজ্ঞান। সূফিদের জীবনদর্শন বাস্তবমুখী, প্রামানিক নগদ দর্শন। যে সমাজে সূফি নাই, ঐ সমাজটা মৃত সমাজ,যে সমাজে সূফির কদর নাই, ঐ সমাজে আল্লাহর রহমত নাই। আল্লাহ সূফিয়াকেরামের মাধ্যমে রহমত বন্টন করে থাকেন।
– আর এফ রাসেল আহমেদ