হোমপেজ মানবতা ও ধর্ম স্রষ্টার সেবা কিভাবে হয়!

স্রষ্টার সেবা কিভাবে হয়!

207

স্রষ্টার সেবা কিভাবে হয়!

স্রষ্টার সেবা করতে চাও? কিভাবে করবে! তোমার স্রষ্টা ত অসুস্থতা হয় না, খাবার খায় না, ঘুমানও না, তিনি অভাবীও নন। তাহলে কিভাবে তাঁর সেবা করবে তুমি? ভেবে দেখেছ কি কখনো? তাহলে এখন উপায়?

উপায় ত আছেই। সেটা হল স্রষ্টার সৃষ্টির সেবা করা। সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা। এই দরিদ্র পথ শিশুদের মুখে খাবার তুলে দেওয়াই হল স্রষ্টার মুখে খাবার তুলে দেওয়া, এদের থাকার জায়গা করে দেওয়াই স্রষ্টার থাকার জায়গা করে দেওয়া, এদের অভাব দুর করা মানেই হল স্রষ্টার অভাব দুর করা, এদের মুখে হাসি ফুটানোর অর্থ হল স্রষ্টার মুখে হাসি ফোটানো।

ভেবে দেখুন ত একবার, আমরা কতই ভাগ্যবান যে, স্রষ্টার মত মহিমান্বিত কোন ব্যক্তির সেবা করার সুযোগ পাচ্ছি এই দুনিয়ায় বসেই। যে সুযোগ কিনা স্বর্গেও পাওয়া দুর্ভল। তবুও কি আমরা স্রষ্টার সেবা করব না! এবার ভেবে দেখার পালা আপনার।

লেখাঃ DM Rahat
YouTube: Sufism BD