স্রষ্টার ধর্ম কি?
ধর্মের নামে মানুষ হত্যা অধার্মিকেরাই করে বেড়ায়। আর লজ্জা পেতে হয় স্বয়ং ধর্মকে। ধর্ম আজ অধর্মের সাথে লড়াই করে পেরে উঠছে না। কারন আজ ধর্মের সমর্থকের সংখ্যা অধর্মের সমর্থকের চেয়ে খুবই নগন্য। সেই সুযোগে অধর্মই নিজেকে ধর্ম বলে দাবি করছে।
তবে তা ধর্ম ত বটেই।যেমন চোরের ধর্ম চুরি করা, ভিক্ষুকের ধর্ম ভিক্ষা করা ইত্যাদি। কিন্তু এগুলো স্রষ্টার ধর্ম হতে পারে না। স্রষ্টার ধর্ম হচ্ছে তাঁর সৃষ্টিকে রক্ষা করা। যাকে এক বাক্যে বলা হয় জীবে প্রেম। যা মানবতার আরেক নাম।
স্রষ্টা যাদের যত্ন করে সৃষ্টি করে পৃথিবীর বুকে শান্তিতে বসবাস করার জন্য সৃষ্টি করেছে আরো অনেক ভিন্ন সৃষ্টি, আর সেই সৃষ্টিকে ধর্মের দোহায় দিয়ে ধ্বংস বা হত্যা করে মানুষ আজ মনে করছে যে তারা স্রষ্টার ধর্ম পালন করছে। ব্যাপারটা অনেকটা এরকম যে, এক লোক তার বাবাকে গালি দিল, আর অন্য লোক এসে সেই ছেলেকে হত্যা করে সেই ছেলের বাবার কাছে গিয়ে বলল যে,” আমি আপনার কাছের লোক, আপনার সন্তান আপনাকে গালি দিচ্ছিল, তাই আমি তাকে হত্যা করেছি আপনার প্রতি আমার ভালবাসার প্রমান দিতে।” আচ্ছা তখন সেই মৃত ছেলেটির বাবা তার ছেলের হত্যাকারীর ভালবাসার প্রতিদান কিভাবে দিতে চাইবে? আদর করে নাকি ছেলের হত্যার প্রতিশোধ নিতে চাইবে? অবশ্যই প্রতিশোধ নিতে চাইবে। কারন সে তার ছেলেকে বিনা স্বার্থে ছোট থেকে আদর যত্ন করে বড় করেছে। গালির বিনিময়ে হয়তো সেই পিতা তার সন্তানকে একটু দূরে সরিয়ে রাখবে মনে কিছুটা কষ্ট নিয়ে, কিন্তু সন্তানের অমঙ্গল চাইবে না। আর ছেলের হত্যা ত মেনেই নিবে না, সেই সাথে ছেলের হত্যাকারীর বিচার চাইবে।
যেখানে সাধারন একজন বাবা তার সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালবাসে, সেখানে মহান স্রষ্টা তাঁর সৃষ্টিকে কিরুপ ভালবাসে? এটা সহজেই বুঝা যায়। তাঁব সৃষ্টি তাকে গালি দিলে সে ব্যাথা পায় ঠিকই, কিন্তু সৃষ্টির অমঙ্গল কামনা করতে পারে না একজন নিঃস্বার্থবান স্রষ্টা। কারন তিনি তাঁর সৃষ্টিকে ভালবাসেন সবার চেয়ে বেশি। কারন সমস্ত সৃষ্টিই স্রষ্টার পরিবার। কিন্তু মূর্খ ত তারা, যারা স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য নাস্তিক উপাধি প্রদান করে স্রষ্টার অন্য সৃষ্টিকে হত্যা করে স্রষ্টার সন্তুষ্টি কামনা করে।
বুঝার চেষ্টা করুন, যে স্রষ্টা তাঁর অকৃতজ্ঞ সৃষ্টিকে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে আপনি কেন তাঁর সৃষ্টিকে হত্যা করতে চাচ্ছেন!!! আর ভাবছেন যে, আপনি ধর্ম কর্ম করছেন, আর নিজেকে ভাবছেন ধার্মিক। বুঝার চেষ্টা করুন আরেকটি বার, প্রশ্ন করুন নিজের বিবেককে। স্রষ্টার ধর্ম হল তাঁ্র সৃষ্টিকে রক্ষা করা, হত্যা করা নয়।আসুন না আজ থেকে আমরা স্রষ্টার ধর্মকে ধারন করার শপথ গ্রহন করি।
লেখাঃ DM Rahat
YouTube: Sufism BD