হোমপেজ আত্ম সচেতনতা সিজদাহের জন্য সমস্ত পৃথিবী আমার কাছে জায়নামাজ।

সিজদাহের জন্য সমস্ত পৃথিবী আমার কাছে জায়নামাজ।

1053

সিজদাহের জন্য সমস্ত পৃথিবী আমার কাছে জায়নামাজ।

আমি খোদার কাছে সিজদাহ্ করতে চাইলে সমস্ত পৃথিবী আমার কাছে জায়নামাজ। খোদা রে পাইতে আমার মক্কা যাইতে হয় না। হাজর- এ আসওয়াদে চুমু না খেয়েও সেই একই ভক্তি, সেই একই খোদার ইবাদাত আমি বিশ্বের যে কোনো জায়গায় বসে করতে পারি।

কোরআন শরীফ পু-ড়ি-য়ে দিলে, মসজিদ ভে-ঙ্গে ফেললেও আমার সেই বিশ্বাস ভাঙ্গা যায় না৷ ঠিক তেমনই দেব-দেবীর মূর্তির ক্ষেত্রেও। ঝকঝকে মন্ডপের দশ ফিট লম্বা দেবী দূর্গার পূজা যে ভক্তি নিয়ে করা যায়; পদ্মপাতার উপর ত্রিনয়ন এঁকেও সেই একই ভক্তি নিয়ে আরাধনা করা যায়৷

তখনও একই মন্ত্র উচ্চারিত হয়। প্রতীমা ভা-ঙ্গ-লে সনাতন ধর্মের আসলে কিছু হয়না। মসজিদ ভাঙ্গলে ইসলাম ধর্মেরও কিছুই হয়না। আর যারা যে ধর্মে বিশ্বাসী তাদের বিশ্বাসও কিন্তু ভাঙ্গে না।

ভাঙ্গে কী জানেন?
মানুষ গুলার মন।

লেখাঃ ইফ্ফাত জেরিন
স্থানঃ লাহিনী কর্মকার পাড়া, কুষ্টিয়া সদর, বাংলাদেশ।