আপনি প্রকৃতিকে যা দিচ্ছেন তাহাই রিটার্ন পাচ্ছেন

আপনি প্রকৃতিকে যা দিচ্ছেন তাহাই রিটার্ন পাচ্ছেন

মুক্ত ভাবনাঃ
বন্যা, জলচ্ছাস, বৃষ্টি, ভূকম্প, টর্নেডো সবই প্রাকৃতিক। আপনি প্রকৃতিকে যা দিচ্ছেন তাহাই রিটার্ন পাচ্ছেন।

আল্লাহর গজব কি শুধু মুসলিমদের উপরই পড়ে? তাহলে ইউরোপ আমেরিকা সহ বড়বড় খৃষ্টান দেশ এতো সুখী কেন? তারা এতো সম্পদে সমৃদ্ধি কেন?

আমরা যদি মানবতার ধর্মের হয়ে থাকি তাহলে, মানব কল্যানে আবিস্কৃত কোনো কিছুতে আমাদের অবদান নেই কেন?

নিজেরা চেষ্টা আর পরিশ্রম না করে দোষ দেই রিজিক আর ভাগ্যের উপর, আবার সেই রিজিক খুঁজতে দৌড়াচ্ছি আমেরিকা ও ইউরোপ। হাত পাতছি ইহুদি, খৃষ্টানদের কাছে।

গজব আর রিজিকের দায় আল্লার উপর আর কত? পরিশ্রমী হন, ধর্মচর্চা বাদ দিয়ে কর্ম চর্চা আগে করেন। কর্ম ছাড়া মানব কল্যান হয়না।

অলসতা ছেড়ে পরিশ্রম করুন, ঘাম ঝরান, ব্রেইনকে আবিস্কারে লাগান দেখবেন মাথার ভিতরে শয়তানী আসার সময়ই পাবেনা। স্রষ্টাকে সন্তুষ্ট করতে আগে সৃষ্টির কল্যানে কিছু করার চেষ্টা করুন, এটাই সবচেয়ে বড় ধর্ম পালন।

— Nishat Wahid

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel