এই মূহুর্তে পৃথিবীতে কেবল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কেমন হবে!

এই মূহুর্তে পৃথিবীতে কেবল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কেমন হবে!

এই মূহুর্তে পৃথিবীতে কেবল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ভালো হতো! এমনটি যদি মনে করেন, তাহলে বলতে হচ্ছে- এতে দাঙ্গা ফ্যাসাত আরো বেশি লাগবে মনে করি। উদাহরন হিসেবে ইসলামকে নিয়েই বলি- দেখেন আমাদের ধর্মের মধ্যেই কয়েকশত দল ও মত রয়েছে, কারো সাথে কারো ভালো সম্পর্ক নেই, আকিদাগত মিল নেই, আর এই মিল কখনও হবেও না।

যদি মনে করেন কোনো এক ব্যক্তি এসে সবাইকে এক করে দিবে, আর এই আসায় আপনি বসে আছেন, তাহলে বসেই থাকেন। আসলে মিলিয়ন-ট্রিলিয়ন বছরের মধ্যে এমন কেউ আসবে কি না তা-ও শিওর না।

আর যারা এক তরফা বলে বেড়ায় যে, ইসলামের বিজয় আসবে এটা-সেটা, তারা আসলে কোন অজ্ঞতা থেকে এটা বলে আসলে আমার জানা নেই। ইসলাম একটি সুন্দর সংবিধান ও নিয়মের নাম মাত্র। আর ধর্মের এই নীতি, বিধান ও নিয়মগুলো সার্বজনীন ভাবে সকল ধর্মের মধ্যেই এক ও অভিন্ন। কেবল একটি নির্দিষ্ট ধর্মের নামের উপর সীমাবদ্ধ রাখা ঠিক না। ধর্মের নাম ভাষাগত ভিন্নতা হলেও বিধানগুলো অভিন্ন।তাই নির্দিষ্ট করে কোনো একটি ধর্মকে নিয়ে বিজয় প্রতিষ্ঠা করা হবে এমনটি ভাবা মানে মানবতাকে অস্বীকার করা।

নিজেকে ধর্মীয় কোঠায় নয় বরং ধর্মীয় নীতিতে অধিষ্ঠিত রাখুন। কল্যানময় কাজ করুন, সৎপথে চলুন, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখুন। আর যদি না পারেন তাহলে ইসলামের বিজয় হলেও আপনি আমি সে বিজয়ের বৈধ অনুসারী হতে পারবো কি না তাও অনিশ্চিত।

আমি চাই সবাই তার নিজ ধর্মকে নিরপেক্ষ ভাবে পালন করার স্বাধীনতা পাক, ধর্মীও গোরামী না থাকুক। সকলের নিজ ধর্ম তার ব্যক্তিগত ও একান্ত ভাবে পালন করুক। দেশ দেশের যায়গায় আর ধর্ম ধর্মের যায়গায়ই সুন্দর। আবেগ ও ধর্ম দিয়ে রাষ্ট্র চলেনা, এতে কেবল ফিতনাই বাড়ে। ধর্মীয় শাসন না হয়ে ধর্মীয় নীতির উপর আমরা সকলে প্রতিষ্ঠিত হই।

ধর্মীয় বৈষম্য না থাকুক।
বিশ্ব শান্তিকামনা করি।
মানবতার কল্যান হোক।
সারবিশ্বে শান্তি ফিরে আসুক।

– Nishat Wahid

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel