ঈসা (আঃ) ও শয়তানের মধ্যে ঘটা একটি শিক্ষণীয় ঘটনা।
শয়তান একবার হযরত ঈসা (আঃ)-কে বললো “তুমি এই পাহাড় থেকে লাফ দাও, যদি তোমার আল্লাহ সত্য হয়ে থাকেন, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন”। তখন হযরর ঈসা (আঃ) শয়তানকে বললেন “আমার প্রভু সবার পরীক্ষা নেন, আমি কখনোই আমার প্রভুর পরীক্ষা নিতে যাবো না”।
“প্রভুর উপর ভরসা রাখলে বা প্রভুর নাম নিলে করোনা ভাইরাসে আক্রান্ত করতে পারবে না” এই ডায়লগ দিয়ে অসাবধানতা অবলম্বন করে ঈমানের নামে আপনি আল্লাহকেই পরীক্ষা করছেন না তো? সাবধান হওন। আল্লাহর পরীক্ষা নিতে যাবেন না। এটা আপনার ভিতরে থাকা শয়তানের প্ররোচনা।
-DM Rahat