“দুনিয়া মুসাফির খানা,
এত আড়ম্বরের দরকার কি!”
“যে কেহ আমার সাহায্য প্রার্থনা করিবে
আমি তাকে উন্মুক্ত সাহায্য করিবো;
আমার গাউছিয়তের এ প্রকৃতি
বা রীতি হাশরতক জারী থাকবে।”
“সমালোচনাকারীকে শত্রু নয়,
বন্ধু বিবেচনা কর।
তাতে আত্মসংশোধনের
অবকাশ সৃষ্টি হতে পারে।”
আমার প্রেমের রহস্য যদি
আগুনের ওপর ঢেলে দেই
তাহলে আগুন তার দাহিকা শক্তি
এবং জ্যোতি হারিয়ে
নির্বাপিত হয়ে যাবে।।
“যদি আমার হৃদয়ের বর্ষিত
তাজ্জালিয়াত কোন মৃত দেহের ওপর
ঢেলে দেই তাহলে সে মহান শক্তিমান
আল্লাহর কুদরতে জীবিত
দন্ডায়মান হয়ে উঠবে।”
“আমি আমার প্রভুর নয়ন দিয়ে
প্রভুকে দর্শন করিলাম।”
“তোমরা বাহাস করিও না,
আপন মনে জিকির করে যাও,
খোদা প্রেমে মশগুল থাকো।
তাহারা (উগ্রবাদীগন)
তোমাদের সাথে মিলিয়া যাইবে।”
“মোল্লারা কালামুল্লাহ বেচিয়া
কলামোল্লা খাইয়াছে।”
“যদি আমার প্রেমের রহস্য সমুদ্রে
ঢেলে দেই তাহলে সমুদ্র উহা
ধারন করতে সক্ষম হবেনা।
উহার পানি জমিনে নিঃশেষিত হবে
এবং উহা শুকিয়ে যাবে।”
“হাশরের মাঠে লেওয়ায়ে
আহম্মদির ঝান্ডা (পতাকা)
হাতে আমিই প্রথম বলিবো
“লা ইলাহা ইল্লাল্লাহ”। ”
“কুনজাসকির মত আপন হুজরায়
বসে সর্বদা খোদার জিকির কর।”
“সংযম সাধনায় মনের উজ্জ্বলতাকে
পরিচর্যা ও উদ্দীপ্ত কর।”
“কবুতরের মত বাছিয়া খাও,
হারাম খাইয়ো না, নিজ সন্তান-
সন্তুতি নিয়া সর্বদা
খোদার জিকির কর।”
“আমার চাদরের নিচে এসে দেখ-
আরশ, কুরসি, লৌহ, কলম,
বেহেশত, দোযখ সব
এক ফলকে দেখাইয়া আনি।”
“তুমি আমার সামনে থাকিয়াও
যদি স্বরণ বিচ্যুত হও তাহা হইলে
তুমি ইয়েমেন (দূরবর্তী)
দেশের বাসিন্দা। কিন্তু
স্বরণরত অবস্থায় তুমি
যেখানেই থাকো না কেন
তুমি আমার সামনে।”
সূত্রঃ www.priyobani.com