আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে বান্দার সর্বাঙ্গই খোদার হয়ে যায়।

আল্লাহ তায়ালা এরশাদ করেনঃ-

“যখন আমার বান্দা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করে, তখন আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করি, এমতাবস্থায় আমি তার কর্ণ হই, যা দ্বারা সে শ্রবণ করে; আমি তার চক্ষু হই, যা দ্বারা সে দর্শন করে; আমি তার হাত হই, যাদ্বারা সে ধারণ করে; আমি তার পদযুগল হই, যাদ্বারা সে হেঁটে বেড়ায়। এমন অবস্থায় সে আমার কাছে যা কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তা দান করি।”

-(বুখারি শরীফ হাদিস নং: ৬০৫৮)।

“বান্দা যখন আমার দিকে এক বিঘাত অগ্রসর হয়, আমি তখন তার দিকে এক হাতপরিমাণ অগ্রসর হই। আর সে যখন আমার দিকে এক হাতপরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে দু হাত পরিমাণ অগ্রসর হই। আর বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই”

-(বুখারি শরীফ হাদিস নং : ৭০২৮)।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel