এই জগত পাঁচ এর খেলা! পাঁচ সংখ্যার উপরেই চাঁদ উদয় (চন্দ্রবিন্দু)

    এই জগত পাঁচ এর খেলা।
    পাঁচ সংখ্যার উপরেই কেনো চাঁদ উদয় (চন্দ্রবিন্দু)?
    কখনো এভাবে ভেবে দেখেছেন কি?
    মানব দেহের এই হাতের আকারে আল্লাহু বিরাজমান?
    তাই বুঝি এই হাতের পাঞ্জায় এতো জোড়?

    যেদিক দৃষ্টি যায়, যা কিছু দেখছি সব কিছুই এই হাতের সৃষ্টি। ঘর বাড়ী, দালান, উড়োজাহাজ, নৌকা থেকে শুরু করে কম্পিউটার, মোবাইল, ঘড়ি সব কিছুই এই হাতের তৈরি। কারন এই হাতেই লুকিয়ে আল্লাহু। হাতের এই পাঁচ আঙুল এর রহস্যও নেহাত কম নয়। হাতের এই পাঁচ আঙুলে প্রকাশ পায় আহলে বাইত তথা পাকে পাঞ্জাতন আঃ। আবার ওয়াক্তিয়া সালাত ও পাঁচ ওয়াক্ত। আমরা সমাজের পাঁচজন এর মত নিয়ে কোন কাজ করতে ভরসা পাই। বিচার করতে গেলে পঞ্চায়েত (পাঁচ জন সর্দারের প্রচলিত শালিস)। আবার পাঁচজন ছাড়া আকদ সম্পন্ন হয় না। এরকম অনেক অনেক উদাহরণ পাঠক এর সুচিন্তায় ধরা পড়বে বলে আমি অধম বিশ্বাস করি। তাই উদাহরণ আর না বাড়িয়ে মূল কথায় আসি।

    সর্বশক্তিমান আল্লাহ্‌ একজন আহাদরূপে বিরাজমান। আল্লাহকে পেতে হলে আল্লাহর প্রেরিত পুরুষ মহানবী দঃ এর উছিলা (সুন্নত) লাগবে, এজন্য মহাসুফী সাধক কাজী নজরুল ইসলাম বলেছেন “আল্লাহ কে যে পাইতে চায়, হযরত কে ভালোবেসে, আরশ কুরসি, লওহ কালাম, না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে”। হযরত মুহম্মদ দঃ এর নামের মাঝেও পাঁচ টি হরফ, এখানেও পাঁচ। এখন হযরত দঃ কে পেতে হলে মুর্শিদ লাগবে। মুরশিদ পেতে হলে মানব জনম লাগবে, জনক জননী লাগবে। অর্থাৎ পর্যাক্রমে ১)মা, ২)বাবা, ৩)মুর্শিদ, ৪)রাসুল দঃ, ৫)আল্লাহ্‌।

    সহজ ভাবে চিন্তা করলে পাঠক বুঝতে পারবেন, যেহেতু আমাদের নসীবে আল্লাহ ও তাঁর রাসুল দঃ কে দেখার সৌভাগ্য হয় নাই, সেহেতু নগদ নারায়ণ হচ্ছেন আমাদের মা – বাবা এবং মুর্শিদ। মা বাবার দোয়া এবং মুর্শিদের নেক নজরে থাকলে যেকোনো মানুষের দ্বারা ইনশাআল্লাহ সবকিছু সম্ভব। আর মা-বাবার দোয়া ছাড়া মুর্শিদের নেক নজরে পৌছানো খুবই দুষ্কর। আরেকটা কথা, মা বাবার দোয়া থাকবে না কেনো? যে মা বাবা জন্ম দিয়েছে সে মা বাবার চেয়ে বেশী আপন আর কে আছে? আপনি সারাদিন আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান বললে আল্লাহর মহত্ব বেড়ে যাবে না, না বললে আবার কমেও যাবে না। কিন্তু আমার মা পৃথিবীর সেরা মা একবার বলেই দেখুন না, মা যে খুশী হবেন এবং সে খুশী হাজার টাকার কাপড় কিনে দিলেও হবেন না। এভাবেই মায়ের এবং বাপের রেজামন্দি হাসিল করতে পারলে মুর্শিদের দেখানো পথে চলা সহজ এবং বরকতময় হবে।

    – অধম মাহদী হাসান মাইজভাণ্ডারী।

    আরো পড়ুনঃ
    Sufibad24.com | WhatsApp চ্যানেল

    Sufibad24.com | Telegram Channel