হযরত মোহাম্মদ আব্দুল মালেক শাহ্ (কঃ) এর বাণী মোবারক

    হযরত শাহ্ছুফী মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ্ (কঃ) এর বাণী মোবারক

    “জ্ঞানের আলোকে আগমন হয়ে
    মুক্তির সন্ধান পাই।”

    “যেথায় অন্ধকার বর্তমান,
    তথায় আলোক শিখা অনুপস্থিত
    যেই মাত্র আলোক শিখা উপস্থিত হয়,
    তৎক্ষণাৎ নিশ্চিত ভাবে অন্ধকার বিলুপ্ত হয়।

    “মেজাজি মসজিদে, গিয়ে আদায় কর নামাজে কায়েম, হাকিকী মসজিদে গিয়ে, হাসেল করো নামাজে দায়েম।”

    “যে খোদাকে চেনে না! তার জন্য দোযখ আজাব! যে খোদাকে চেনে! সে দোযখের জন্য আজাব!”
    “ঈমানদারের খোদা সন্নিকট,
    বেঈমানের খোদা দূরে।”

    “আখেরাত প্রত্যাশীদের জন্য দুনিয়া হারাম! দুনিয়া প্রেমিকদের জন্য আখেরাত হারাম! আল্লাহ্ তালাশীদের জন্য দুনিয়া ও আখেরাত উভয় হারাম!”
    “(তোমার) বিভেদ-প্রতিহিংসা (ফেরকাহ-পরস্তি) সব শেষ হলে তবেই (তুমি) তৌহিদে পৌছলে!”

    “ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে,
    ছায়েমুদ্দাহার জান ছয়ই গুনে।”

    আরো পড়ুনঃ
    Sufibad24.com | WhatsApp চ্যানেল

    Sufibad24.com | Telegram Channel