সাবধান! ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।
ইসলাম শান্তিপূর্ণ ধর্ম। সর্বক্ষেত্রে শান্তির বিধান নিশ্চিত করে প্রেম-প্রীতি, সৌহার্দ্য আর শান্তি ও সম্প্রীতির এক পরিমণ্ডল বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করাই ইসলামের মূল লক্ষ্য।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি নিষেধ সম্পর্কে রাসূল পাক (সাঃ) ইরশাদ করেন:-
“সাবধান! ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমাদের পূর্বে যারাই ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেছে তারাই ধ্বংস হয়েছে।” [মুহাম্মদ (সঃ)]
রাসূল পাক (সাঃ) আরো বলেন: “হে মানবমণ্ডলী! সাবধান, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কেননা তোমাদের পূর্বের জাতিগুলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণেই ধ্বংস হয়ে গেছে।” [ইবনে মাজা, কিতাবুল মানাসিক]
ধর্ম নিয়ে বাড়াবাড়ি নিষেধ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ বলেন:-
“আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের উপাস্যরূপে ডাকে তোমরা তাদের গালমন্দ করো না। নতুবা তারা শত্রুতাবশত না জেনে আল্লাহকেই গালমন্দ করবে।” [সূরা আন আম: ১০৮]
“ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি নেই।” [সূরা বাকারাহ: ২৫৬]
“তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার।” [সূরা কাফিরূন: ০৬]
“হে মানব জাতি! আমি নর ও নারী থেকে তোমাদের সৃষ্টি করেছি। আর আমি বিভিন্ন গোষ্ঠী ও গোত্রে তোমাদের বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পার।” [সূরা আল হুজুরাত, আয়াত: ১৩]
পবিত্র কোরআন ও হাদিসের এই উক্তিগুলো দ্বারা স্পষ্টভাবে বুঝা যায় যে, যারা ভিন্ন ধর্মের লোকদের উপর ঘৃণা পোষণ করে ও আক্রমণ করে ধর্মের দোহাই দিয়ে, তারা নিঃসন্দেহে ইসলাম ধর্মের আদর্শে আদর্শিত নয়। কুরআনের ভাষায় তারা চতুষ্পদ জানুয়ারের চেয়েও নিকৃষ্টতম।
লেখাঃ DM Rahat