নিজেকে চিনবো কিভাবে?
অমৃত জিজ্ঞাসা (পর্ব-০২)
প্রশ্নঃ নিজেকে চিনবো কিভাবে?
উত্তরঃ
হাদীসে আছে যে ‘যে নিজেকে চিনেছে, সে তার প্রভুকে চিনেছে”। রবকে চিনতে হলে আগে নিজেকে নিজের চিনতে হবে। চিনা বলতে মূলত কি বুঝায়? সেই বস্তু সম্পর্কে শুধু জানা নাকি শুধু দেখা? শুধু জানলেও সেটাকে চিনা বলে না, আবার শুধু দেখলেও সেটাকে চিনা বলে না। তবে জানার চেয়ে দেখার গুরুত্ব সবচেয়ে বেশি। দেখার আগে বর্ণনা শুনতে হয়, তবে দেখার পর আর বর্ণনা শুনতে হয় না, এমনিতেই চেনা যায়।
নিজেকে সবার আগে নিজের সম্পর্কে জানতে হবে। নিজেকে জানতে পারলেই নিজেকে দেখা যাবে। আর তারপরই যাবে চেনা। আমার দেহটি আমি নই। দেহটি আমার। এই দেহের মাঝে যা কিছু আমার, তার কিছুই আমি নই; বরং সবই আমার। আমার দেহ, আমার নফস, আমার মন, আর হৃদয় ইত্যাদি সব কিছুই আমার। কিন্তু এগুলোর কিছুই আমি নই। তবে আমাকে চিনার জন্য এইসব কিছুকে আগে চিনতে হবে এবং সবশেষে আমি আমাকে চিনতে পারব।
নিজেকে চিনতে গিয়ে আমি সব কিছুকে জানবো ও দেখবো, তবুও নিজেকে দেখা আমার হয়ে উঠবে না। সাধনার এক পর্যায়ে আমি আমার মাঝে বিশ্বকে দেখতে পাবো, এমনকি এক পর্যায়ে আমি পাবো পরম প্রভুর দর্শন। কিন্তু তখনও আমি আমার দেখা পাবো। তারপর এক সময় দেখা যাবে আমি বলতে আসলে কিছুই নেই, সবই সে, আর সে-ই আমি। সব শেষে দেখা যাবে আমিই আমার আরাধনি করেছিলাম আমাকে পাওয়ার জন্য।
নিজেকে চিনতে হলে অবশ্যই একজন আত্মদর্শন প্রাপ্ত গুরুর শরণাপন্না হতে হবে এবং সাধন বলে নিজেকে নিজের দর্শন লাভ করতে হবে।
এই পর্বের প্রশ্নটি করেছিলেন শ্রদ্ধীয় Zahed Zeeshan ভাই।
লেখাঃ DM Rahat