গৌতম বুদ্ধের একটি শিক্ষণীয় ঘটনা
একদা এক ব্যক্তি গৌতম বুদ্ধকে অনেক গালাগালি করতে লাগলেন, কিন্তু বুদ্ধ চুপ থাকলেন। ফলে গালাগালির মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো, তবুও বুদ্ধ মৌন থাকলো, গালির উত্তরে তিনি কিছুই বললেন না, সব নিরবে শুনলে। এক পর্যায় এসে সেই লোকটাই ক্লান্ত হয়ে পড়ল গালি দিতে দিতে। উক্ত লোকটি গৌতম বুদ্ধকে জিজ্ঞাস করলেন;
উক্ত ব্যক্তিঃ আপনাকে এতো গালাগালি করলাম, তবুও জবাবে আপনি আমাকে কিছুই বললেন না কেন?
বুদ্ধঃ হে বৎস! বলো ত কেউ যদি তোমাকে কিছু দেয় এবং তুমি যদি তা গ্রহন না করো, তাহলে সেটা কার কাছে থাকবে?
উক্ত ব্যক্তিঃ (কিছুটা রাগ হয়ে বললেন) কেন আবার! অবশ্যই সেটা তার কাছেই থেকে যাবে, কারন আমি তার কাছ থেকে তা গ্রহন করি নাই।
বুদ্ধঃ ঠিক বলেছো। আর এই জন্যেই আমি তোমার দেওয়া গালির জবাব দেইনি (গ্রহন করি নাই)। এখন তুমিই বলো তোমার গালাগালিগুলো কার কাছে রয়ে গেল?
অতঃপর লোকটি তার ভুল বুঝতে পারল এবং বুদ্ধের কাছে ক্ষমা প্রার্থণা করল।
লেখাঃ DM Rahat