হোমপেজ ইলমে মারেফত সূফীবাদই প্রকৃত ইসলাম

সূফীবাদই প্রকৃত ইসলাম

344

সূফীবাদই প্রকৃত ইসলাম

ইসলাম শান্তির ধর্ম। শান্তির ধর্ম কখনো মানুষ হত্যাকে প্রশয় দিতে পারে না, হোক সে নাস্তিক কিংবা আস্তিক। তবে ইসলামে এখন হাজারও ভাগ ও দল। আপনি এখন কোনটা অনুসরন করবেন? কোনটাকে খাটি ইসলাম হিসেবে মেনে নিবেন? আপনি যেটাকেই মেনে নেন না কেন, শিয়া হোক আর সুন্নী বা আরো কিছু, সবাই সারাদিন শান্তির কথা বললেও নাস্তিকদের বেলায় তাদের ফতুয়া একটাই, আর সেটা হল ‘কল্লা কাটো/ অ*স্ত্র দিয়ে জিহাদ করো”। তবে একমাত্র সূফীবাদের এরকম কল্লা কাটার কোনো জিহাদ শিক্ষা দেয় না, হোক সে আস্তিক কিংবা নাস্তিক।

ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন কারা? ভারতীয় উপমহাদেশে ইসলামের বীজ বোপন করেছেন খাজা বাবা মঈনুদ্দীন চিশতী আজমীরি (রহঃ), খাজা কুতুবুদ্দীন কাকী (রহঃ) সহ আরো অনেকেই। আর বাংলাদেশে ইসলাম প্রচারক ছিলেন হযরত শাহ জালাল (রহঃ), শাহ পরান, বায়জীদ বোস্তমী (রহঃ) সহ আরো অনেকেই। আর তারা সবাই ছিলেন সূফীবাদী। তাই বাংলাদেশকে পীর আউলিয়ার বাংলাদেশও বলা হয়ে থাকে।

এবার দেখুন, এইসব পীর আউলিয়াদের কথা কেউ বলে না সেভাবে, ভুলে গেছে তাদের কীর্তির কথা। বরং ওহাবী হুজুরদের ওয়াজ মাহফিলে এইসব ওলী আল্লাহদের ব্যঙ্গ করেও কথা বলা হয়। এই তো সেদিন একজন শাহ জালাল (রহঃ) এর মাজার লাত্থি দিয়ে ভেঙ্গে ফেলার কথা বললেন, সে কথা যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারও হয়েছে। অথচ এইসব হুজুররা আজ মুসলিম হয়েছে পূর্বের সেইসব ওলী আউলিয়াদের কারনেই। এরা অনেকটা পিতৃপরিচয়হীন সন্তানের মতই, কারন যাদের কারনে আজ তারা ইসলাম পেল, সেসব ওলীদেরই তারা অস্বীকার করে।

বাংলাদেশের সূফীবাদ পন্থি কোনো পীর বা দরবার হতে আজ পর্যন্ত কোনো মন্দির ভাঙ্গার কথা বলা হয়নি , বলা হয়নি বেধর্মীদের হত্যা করার কথা। একটা রেকর্ডও আপনি দেখাতে পারবেন না প্রকৃত সূফীবাদী পীর ও দরবাদের বিরুদ্ধে। দুই একটা থাকলেও সেগুলো মূলত ওহাবী টাইপের পীর, নিজেদের স্বার্থে ধর্মকে পূজি করে ব্যবসা করার জন্য তারা নিজেদের পীর দাবি করছে। কিন্তু প্রকৃত সূফীরা কখনোই মানুষ হত্যার কথা বলে না।

সূফীবাদ প্রেমের ধর্ম। সূফীবাদই ইসলাম। সূফীবাদ মানুষকে ভালবাসার কথা বলে, হোক সে হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা নাস্তিক। শুধু মানুষের প্রতিই নয়, অন্যান্য প্রাণীর প্রতিও সূফীবাদ প্রেমের কথাই বলে। তার স্পষ্ট প্রমাণ বিশ্ব বিখ্যাত আলেম, ইসলামের উজ্জ্বল নক্ষত্র মাওলানা জালালুদ্দীন রুমী (রহঃ)। উনি নিজেই বলছেন, ‘আল্লাহকে পাওয়ার অনেকগুলো পথ, তার মধ্যে আমি প্রেমকে বেছে নিয়েছি।”

সূফীবাদ যে ইসলামের কথা প্রচার করে, যদি আজ বিশ্বব্যাপী সেই ইসলামের প্রচার ও প্রসার ঘটানো যায়, তবে পৃথীবিতে কোনো অশান্তি থাকবে না। সূফীবাদই হল রাসূল (সঃ) এর রেখে যাওয়া প্রকৃত ইসলাম। সূফীবাদই শান্তির পথ।

আমার বলার দরকার নেই, আপনিই একটু ভেবে দেখুন দয়া করে, তবেই পেয়ে যাবেন শান্তির ধর্ম ইসলামের ধারক ও বাহক কারা, বর্তমান ওহাবী মোল্লা মুন্সীরা হুজুররা নাকি আমাদের সূফীবাদী পীর ফকির ও ওলী-আউলীয়ারা?