জন্মান্তর্বাদ ও নির্বাণ

জন্মান্তর্বাদ ও নির্বাণ

গৌতম বুদ্ধের দর্শনের প্রধান অংশ হচ্ছে – দুঃখের কারণ ও তা নিরসনের উপায়। বৌদ্ধ ধর্মমতে- বাসনাই হল সকল দুঃখের মূল। বৌদ্ধ মতে – সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি লাভই হচ্ছে জীবের প্রধান লক্ষ, এটাকে নির্বাণ বলা হয়।

হিন্দুধর্ম মতে: জন্মান্তর্বাদ দর্শনে যেটাকে জীবের সর্বোচ্চ, প্রধান ও শেষ লক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে, সেটা হল- সাধনার দ্বারা জীবের জন্ম-মৃত্যু বারণ করা। আর এটাকেই মূলত বৌদ্ধধর্মে ‘নির্বাণ’ বলে আখ্যায়িত করা হয়েছে।

সূফীবাদীরা এই নির্বাণ বা জন্ম মৃত্যু বারণকেই জান্নাতুল ফেরদাউস এর আনন্দ বা ব্রহ্মান্দ লাভ করা বলে থাকেন। বাকি ৭ টি জান্নাতের স্বাদ তারা ভিন্ন ভাবে অর্জন করে থাকে।

দয়াল চাহে ত খুব শীঘ্রই জন্মান্তর্বাদ নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করবো দলীল ও যুক্তি প্রমাণসহ।

লেখাঃ DM Rahat

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel