আমি বাউল হবো

আমি বাউল হবো

আমি বাউল হবো
– মো: সিয়াম হোসেন খান

আমি বাউল হবো, বাউল হবো
ভাটিয়ালি গানের দেশে বেলা শেষে
মায়ের গায়ের মাটির গন্ধ ভালোবেসে
দক্ষিণা হাওয়ায় সুর ওঠাবো।।

বাঁশির সুরে হারিয়ে যাবো
আউলা কেশে বাউলা বেশে
বক, সারসের সঙ্গি হবো
মেঘ হয়ে ওড়বো ভেসে।

অলস দুপুর, ক্লান্ত বিকেল
ঘাম ঝড়িয়ে কৃষক যখন
সন্ধ্যা তারায় স্বস্তি খুঁজে
তার বেদনার কন্ঠ হবো।

হাড় হাভাতে দিন মজুরের
দিন ফুরিয়ে আসবে যখন
ক্ষুধার রাজ্যে শূণ্য সাঁঝে
মন জুড়াবার কারণ হবো।

আমি বাউল হবো, বাউল হবো
উদাসীনির অবশ চোখে
গানের সুরে, প্রেমের বীজে
মরুর বুকে ফুল ফোটাবো।

আরো পড়ুনঃ