সত্য কখনো কারো বিশ্বাস-অবিশ্বাসের উপর নির্ভর করে না।

সত্য কখনো কারো বিশ্বাস-অবিশ্বাসের উপর নির্ভর করে না।

সত্য কখনোই মানুষের বিশ্বাস বা অবিশ্বাসের উপর নির্ভর করে না। সত্য তার নিজের জায়গায় অটল থাকে, যেমন আকাশে সূর্য ওঠে, এবং রাতের পরে দিন আসে। মানুষের ধারণা, বিশ্বাস বা অনুভূতি একে প্রভাবিত করতে পারে না। বিশ্বাস বা অবিশ্বাস কেবল মানুষের দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা এবং বোঝার বিষয়, কিন্তু তা সত্ত্বেও প্রকৃত সত্য একই থাকে। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী কিছু বিষয়ে বিশ্বাস করে, তা সেই ব্যক্তির বা গোষ্ঠীর নিজস্ব অভিজ্ঞতা এবং অবস্থানের প্রতিফলন, কিন্তু এটি পৃথিবী বা জীবনের প্রকৃত সত্যের পরিবর্তন ঘটায় না।

বাইরের পরিস্থিতি, যেমন প্রকৃতি বা সময়, কখনো বিশ্বাসের উপর ভিত্তি করে বদলায় না—এটাই সত্যের অমোঘ বাস্তবতা।

বিজ্ঞানের সত্য তুলে ধরবার জন্য ১৬০০ খ্রিস্টাব্দের আজকের দিনে(১৭ ফেব্রুয়ারি) জিওর্দানো ব্রুণোকে প্রকাশ্যে পুড়িয়ে মেরেছিল তৎকালীন খ্রিস্ট ধর্মের মাথারা। পরে প্রমাণিত হয়েছিল তিনিই সত্য ছিলেন। সত্য প্রতিষ্ঠার জন্য এভাবেই মূল্য দিতে হয়েছে অনেককেই। বিজ্ঞানের এই শহীদকে জানাই অন্তরের শ্রদ্ধা।

-ফরহাদ ইবনে রেহান
১৭/০২/২০২৫

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel