কোনো আলামত বা অপকর্মের জন্য কেয়ামত হবে এটা আমি বিশ্বাস করিনা। পৃথিবী নামক এই ছোট্ট গ্রহটি কোনো এক সময় প্রাকৃতিক ভাবে অন্য কোনো গ্রহের সংঘর্ষে ধ্বংস বা কেয়ামত সংঘটিত হতে পারে।
যদি পাপাচার ও অপকর্ম বাড়ার কারনে আল্লাহ কেয়ামত ঘটায়, তাহলে সেই নি’কৃষ্ট ব’র্বরোচিত মধ্যযুগেই তা সংঘটিত হতে পারতো এবং কারবালার মতো সর্বোচ্চ নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য সেদিনই কেয়ামত সংঘটিত হতে পারতো।
আমরা বর্তমানে যে যুগে বসবাস করছি তা সেই মধ্যযুগের অপকর্মের তুলনায় তুচ্ছ। আমি মনে করি স্রষ্টা পার্থিব বিষয়ে হস্তক্ষেপ করেন না। মানুষ তার স্বভাব ও কর্মদ্বারা ই পরিবেশ ও প্রকৃতিকে ক্রিয়েট করে, এবং পরিবেশ ও প্রকৃতি তাকে তেমনই উপহার দিয়ে থাকে।
এ বিষয়ে আল্লাহ তায়ালা বলেন-
“আমি জুলুম করি না মানুষের উপর, বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে।” (সূরা: ইউনুস, আয়াত: ৪৪)
“তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল।” (সূরা: আশ্-শূরা, আয়াত: ৩০)
লেখা: Nishat Wahid