হোমপেজ কারবালা ও ইমাম হোসাইন কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেন।

কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেন।

369
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেন।

পবিত্র কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন তাঁরা প্রতিটি উম্মতি মোহাম্মদীর হৃদয়ে সম্মান ও ভালো বাসার সর্ব উচ্চ আসনে বিরাজ করছে।

কারবালার ময়দানে ৭২ জন শাহাদাত বরণকারী ও আহলে বায়াতে সদস্যগনের তালিকা তুলে ধরার হলো।

হাসেমী বংশের সদস্যগনের মধ্যে যারা ছিলেন:

  • ১। ইমাম আলী মোকাম হযরত হোসাইন আঃ
  • ২। হযরত আব্বাস ইবনে আলী রাঃ (কারবালার সেনাপতি)
  • ৩। হযরত জাফর ইবনে আলী রাঃ
  • ৪। হযরত আবদুল্লুাহ ইবনে আলী রাঃ
  • ৫। হযরত আবু ওসমান আলী রাঃ
  • ৬। হযরত আবু বকর ইবে আলী রাঃ
  • ৭। হযরত কাসেম বিন ইবনে হাসান রাঃ
  • ৮। হযরত মোহাম্মদ ইবনে আলী রাঃ
  • ৯। হযরত আবদুল্লাহ ইবনে ইমাম হাসান রাঃ
  • ১০। হযরত আবি বকর ইবনে ইমাম হাসান রাঃ
  • ১১। হযরত আলী আকবর ইবনে ইমাম হোসাইন রাঃ
  • ১২। হযরত আলী আজগর ইবনে ইমাম হোসাইন রাঃ
  • ১৩। হযরত জাফর ইবনে আকিল রাঃ (ইমাম হোসাইন আঃ এর চাচাতো ভাই)
  • ১৪। হযরত আবদুল্লাহ ইবনে মুসলিম রাঃ
  • ১৫। হযরত আওন ইবনে আবদুল্লাহ জাফর রাঃ (হযরত জয়নবের আঃ এর পুত্র)
  • ১৬। হযরত মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে জাফর রাঃ (হযরত জয়নব আঃ এর পুত্র)
  • ১৭। হযরত আবদুল রহমান ইবনে আকিল রাঃ
  • ১৮। হযরত মোহাম্মদ ইবনে আবি সাঈদ ইবনে আকিল রাঃ
  • ১৯। হযরত আলী ইবনে আব্বাস রাঃ

রাসূল (সাঃ) এর সাহাবাগনের মধ্যে যারা ছিলেন:

  • ২০। হযরত হাবীব ইবনে মুজাহের রাঃ
  • ২১। হযরত মুসলিম ইবনে আউসাজা আল আসাদী রাঃ
  • ২২। হযরত আবদুল্লাহ ইবনে আমের আল কালবী রাঃ
  • ২৩। হযরত আনাস ইবনে হারেস রাঃ
  • ২৪। হযরত আবির ইবনে হোযাইর হামাদানী রাঃ
  • ২৫। হযরত জোহাইর ইবনে কাইন রাঃ
  • ২৬। হযরত হাজ্জাজ ইবনে মাসরুল আল জু’ফি রাঃ

ইমাম হুসাইন (আঃ) এর সঙ্গী-সাথীগন যারা ছিলেন:

  • ২৭। হযরত আবদুল্লাহ ইবনে ইমাইরআল কালবী রাঃ
  • ২৮। হযরত আবদুল্লাহ ইবনে আল গেফারী রাঃ
  • ২৯। হযরত আবদুর রহমান ইবনে আজরা আল গাফারী রাঃ
  • ৩০। হযরত নাফে ইবনে হেলাল জামালী রাঃ
  • ৩১। হযরত জাবের ইবনে হাজ্জাজ আত তামীমী রাঃ
  • ৩২। হযরত জাবেলা ইবনে আলী আশ আশবানী রাঃ
  • ৩৩। হযরত জুনাদা ইবনে হারেস রাঃ
  • ৩৪। হযরত জুনাদা ইবনে কা’ব আনসারী রাঃ
  • ৩৫। হযরত হানজাল ইবনে আসয়াদ আশ শাবাদী রাঃ
  • ৩৬। হযরত আবাস ইবনে কাইস রাঃ
  • ৩৭। হযরত যাইন ইবনে মালেক আত তাইমী রাঃ
  • ৩৮। হযরত আবদুর রহমান ইবনে আবদে রাঃ
  • ৩৯। হযরত অমর ইবনে জুনাইদা রাঃ
  • ৪০। হযরত আমর ইবনে কারজাতাল রাঃ
  • ৪১। হযরত ওহাব ইবনে আবদুল্লাহ আল কালবী রাঃ
  • ৪২। হযরত আবদুল্লাহ ইবনে বাসার খালকী রাঃ
  • ৪৩। ওয়াকিয়াহ ইবনে সাঈদ ইবনে আল হাতেম আতত্য়ী রাঃ
  • ৪৪। হযরত আসমার ইবনে হেশাম ইবনে আল হাতেম আততায়ী রাঃ
  • ৪৫। হযরত মুসলিম ইবনে কুজাইর ইবনে আল হাতেম আততায়ী রাঃ
  • ৪৬। হযরত আসলাম আত তুরকী রাঃ
  • ৪৭। হযরত সাইফ ইবনে হারেস রাঃ
  • ৪৮৷ হযরত হারেস ইবনে সুরাই রাঃ
  • ৪৯। হযরত কাসেম ইবনে সুরাই রাঃ
  • ৫০।হযরত মাসউদ ইবনে আততায়ী রাঃ
  • ৫১। হযরত যিয়াদ ইবনে গরিয আল সাইদাবী রাঃ
  • ৫৩। হযরত সাঈদ ইবনে আবদুল্লাহ আল হানাফী রাঃ
  • ৫৪। হযরত সালমান ইবনে নাজ্জার আল বাজালী রাঃ
  • ৫৫। হযরত সুয়ায়েদ ইবনে আমর ইবনে আমর ইবনে আবিল মুতা রাঃ
  • ৫৬। হযরত সাঈফ ইবনে মালেক রাঃ
  • ৫৭। হযরত জারসাগা ইবনে মালেক তাবলাগী রাঃ
  • ৫৮। হযরত শোওয়াব ইবনে আবদুল্লাহ আশ শাকেরী রাঃ
  • ৫৯। হযরত ইয়াহিয়া ইবনে সালেম আযদী রাঃ
  • ৬০। হযরত আবেস ইবনে আবি শাবিব রাঃ
  • ৬১। হযরত অমর ইবনে আবদুল্লাহ জুন্দীর রাঃ
  • ৬২। হযরত মওকা ইবনে সামানা রাঃ
  • ৬৩। হযরত নোমান ইবনে আমর আররাশী রাঃ
  • ৬৪। হযরত যায়েদ ইবনে যিয়াদ কাবাদী রাঃ
  • ৬৫। হযরত যায়েদ ইবনে মিগভিল খাওকী রাঃ
  • ৬৬। হযরত হুর ইবনে জিয়াদ আর রিয়াহী রাঃ
  • ৬৭। হযরত মা আছ ইবনে ইয়াজিদ রিয়ায়ি রাঃ
  • ৬৮। হযরত আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রিয়াহি রাঃ
  • ৬৯। হযরত আবদুল্লাহ ইবনে আলা ইবনে ইয়াজিদ আর রিহায়ী রাঃ
  • ৭০। হযরত মুনজেহ রাঃ (ইমাম হোসাইন আঃ এর খাদেম)
  • ৭১। হযরত আবদুল্লাহ ইবনে বুকতুর রাঃ
  • ৭২। হযরত আবু যব রাঃ (ইমাম হোসাইন আঃ এর খাদেম)

এছাড়াও কুফায় ইমাম হোসাইন (আঃ) এর পত্র নিয়ে আসা দূত হযরত কায়েস ইবনে মুসাহ্হার (রাঃ)-এবং ইমাম হোসাইন আঃ এর চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল (রাঃ) কুফায় ইবনে যিয়াদ কর্তৃক শাহাদাত বরন করেন।

[সূত্র: তারিখে তাবারী, নেহায়াতুল আরব, আল বেয়াদা ওয়ান নেহায়া, আনঞ্জুমান মনিরা]

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

হে আল্লাহ! পবিত্র কারবালায় যারা শাহাদাত বরণ করেছে সেই, শাহাদাত বরণকারীদের উছিলায় সমস্ত উম্মতি মোহাম্মদীর গুনাহ আপনি মাফ করে দেন এবং ইমাম হোসাইন আঃ এর দ্বীনের উপর অবিচল অটল থাকার জন্য সাহস ও শক্তি দান করুন। আমিন।

নিবেদক: মাওলা আলী তত্ত্ব।