মানুষের ৬ সুরাত
মানুষ ৬ টি সুরাতের অধিকারী, যথা :
১. সুরাতে জাহিরী
২. সুরাতে বাতেনী
৩. সুরাতে রুহানি
৪. সুরাতে জেসমানি
৫. সুরাতে মেসালী
৬. সুরাতে আসলী
প্রতিটি মানুষের মাঝে সুরাতে জাহিরী ছাড়া, বাকি ৫ টি সুরাত সুপ্তাবস্থায় রয়েছে, মানুষ সাধনা বলে উক্ত ৫টি সুরাত সক্রিয় করতে পারে। আর তা যদি সক্রিয় করতে সক্ষম হয় তবে মর্তের মানুষ ঐশী ক্ষমতায় ক্ষমতাবান হতে পারে, আর তখনই হাকিকতে ইনসান বা আশরাফুল মাখলুকাতের মর্যাদা হাসিল হয়, নচেৎ “বাহুম আদাল” ৪ পায়া জন্তুই থেকে যায়।