হোমপেজ সামাজিক দৃষ্টিভঙ্গি ও নারী নারী আমার কে?

নারী আমার কে?

118

নারী আমার কে?

যে নারী মাতৃরূপে মোরে
ক্রোড়ে আশ্রয় করিল দান,
আজ সে নারী জাতিকেই করি আমি
সামান্য অযুহাতে পথে ঘাটে অপমান।

কখনো বলি অশ্লীল সে
ঠিক নাই তার ভোষন,
পোশাকের অযুহাত দিয়ে
করি তাকে ধর্ষন।

ভুলি যাই আসিয়াছি আমি
আসিয়াছি নারীর ঐ পথ দিয়ে,
সে পথেই করি আক্রমন
কখনো একা বা দলবল নিয়ে।

বুকের কাপড় সামান্য সরে গেলে
ছুড়ে দেয় তার গাঁয়ে কলংকের বাণ,
অথচ সে বুকই আমাকে করেছিল
সুঞ্জিবনী সুধা মাতৃদুগ্ধ দান।

এতো কিছুর পরও কিভাবে আমি
করি নারী জাতিকে লাঞ্চিত-অপমান,
ছি! ছি! কেমন পুরুষ মানুষ আমি!
সত্যিই নাই আমার মান-সম্মান।

লেখাঃ DM Rahat