হোমপেজ প্রয়োজনীয় শব্দার্থ বালাই ষাট কথার অর্থ

বালাই ষাট কথার অর্থ

3311

বালাই ষাট কথার অর্থ

ড. মোহাম্মদ আমীন

আরবি বালাই ও সংস্কৃত ষষ্ঠী (দেবী) থেকে উদ্ভূত খাঁটি বাংলা ষাট শব্দের সমন্বয়ে ‘বালাই ষাট’ কথাটির উদ্ভব। অর্থাৎ বালাই ষাট কথায় বিদ্যমান ষাট শব্দটি সংখ্যা ৬০ অর্থ জ্ঞাপন করে না। এই ষাট হচ্ছে ষষ্ঠী দেবীর বাংলা রূপ।

মনে রাখবেন, ‘বালাই ষাট’ কথার ষাট শব্দের সঙ্গে সংখ্যা ৬০-এর কোনো সম্পর্ক নেই।

আরবি বালাই অর্থ (বিশেষ্যে )— আপদ, অমঙ্গল, উৎপাত, ঝামেলা, বিপদ। সংস্কৃত ষষ্ঠী থেকে উদ্ভূত খাঁটি বাংলা ষাট অর্থ (বিশেষ্যে)— অমঙ্গল প্রতিবিধানের উদ্দেশ্যে ষষ্ঠী দেবীর নাম উচ্চারণ।

অভিধানমতে, বালাই ষাট কথার অর্থ (বিশেষ্যে)— অশুভ বা অমঙ্গল খণ্ডনসূচক উক্তি, বিপদ আপদ বা অকল্যাণ দূরীভূত হওয়ার বা করার জন্য প্রার্থনা, অশুভ বা অমঙ্গল হতে মুক্ত রাখার জন্য দেবী ষষ্ঠীর মঙ্গল কামনা।

প্রয়োগ:—
“কী হয়েছে রমণী বাবু?” হরি বাবু বললেন, “মন খারাপ করে বসে আছেন কেন?”
আমার ছেলেটি খুব অসুস্থ। বাঁচে কি না সন্দেহ।
বালাই ষাট ও কথা বলতে নেই। ভালো হয়ে যাবে আপনার ছেলে।