শাহজালাল রহ: এর গুরু পরিচিতি:
হযরত শাহজালাল (রহ) এর মামা ও শিক্ষাগুরু সৈয়দ শায়েখ আহমদ কবির সোহরাওয়ার্দি, সাধারণত; আহমদ কবির নামে তিনি বহুল পরিচিত। সৈয়দ আহমদ কবিরের পিতা নাম সৈয়দ জালাল সুরুখ বোখারী।
সৈয়দ জালাল সুরুখ বোখারী শাহজালাল (রহ)’র জন্মের আগে ভারতবর্ষে ইসলাম প্রচারের লক্ষে মোলতানের নিকট আউচে এসে বসবাস করেন এবং সেখানেই শেষ নিশ্বাষ ত্যাগ করেন। সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দির পিতা সৈয়দ জালাল সুরুখ বোখারী ছিলে তাঁর মুরশীদ। শাহজালাল (রহ) এর উদ্ধোতন মুসলিম মনীষীদের তালিকা নিম্নরূপ-
শাহজালাল (রহ) এর উদ্ধোতন মনীষীদের তালিকা:
১। হযরত মোহাম্মদ (সঃ)
২। হযরত আলী (রাঃ)
৩। শেখ হাসান বসরী(রহ)
৪। শেখ হবিব আজমী(রহ)
৫। শেখ মারুফ কর্খী(রহ)
৬। শেখ সিংরি সুকতি(রহ)
৭। শেখ মমশাদ সিকন্দরী(রহ)
৮। শেখ আহমদ দিন্নুরী(রহ)
৯। শেখ আমুবিয়া(রহ)
১০। শেখ আজি উদ্দীন সোহরাওয়ার্দী(রহ)
১১। শেখ আবু নজিব জিয়াউদ্দিন(রহ)
১২। শেখ হিসাব উদ্দীন(রহ)
১৩। শেখ মাখদুম(রহ)
১৪। শেখ বাহাউদ্দীন জাকারিয়া(রহ)
১৫। সৈয়দ জালাল সুরুখ বোখারী(রহ)
১৬। সৈয়দ শায়েখ আহমদ কবির সোহরাওয়ার্দি (রহ)
১৭। হযরত শাহজালাল (রহ)
সূত্র: উইকিপেডিয়া