বিদ্রোহী আত্মার ডাক

বিদ্রোহী আত্মার ডাক

তোমাদের কী হয়েছে? ঈশ্বরের পূজা করছো, অথচ নিজেকে ভুলে গেছো। তোমরা সবাই ঈশ্বর কিন্তু সেই ঈশ্বরীয় শক্তি তুমি নিজেই চুরি করে নিয়েছো। তোমরা কেবল প্রদীপ জ্বালাও, অথচ আগুনকে নিজের মধ্যে জাগাও না। ঈশ্বর তোমাদের বাইরে নয় তুমি নিজের ভেতরে ঈশ্বরকে বন্দি করে রেখেছো। তোমার বীর্য, ঐশ্বর্য, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি গুণ তোমার মধ্যেই নিদ্রিত।

ঐশ্বর্য তোমাকে বলে, “আমি সবকিছুর উপরে।” বীর্য বলে, “আমি কোনো বাধার কাছে নয়।” যশ চুপচাপ তোমার ভেতর থেকে দৃষ্টিপাত করে, বলে, “আমি অমর।” সৌন্দর্য বলে, “আমি সবত্র বিস্তৃত।” জ্ঞান বলে, “আমি জানি সীমাহীন সীমারেখারও গভীরতা।” বৈরাগ্য বলে, “আমি মুক্ত, কোনো আসক্তি আমাকে বাঁধতে পারে না।”

তুমি যদি সাহসী হও, নিজের ভেতরের এই ছয়টি গুণকে জাগ্রত করো, তুমি আর কোনো পূজার দরকার নেই। তুমি তখন বিদ্রোহী সেটি শুধু বাহ্যিক শক্তির বিরুদ্ধে নয়, নিজের ভেতরের অজ্ঞান, অন্ধ, ভয়ানক সীমার বিরুদ্ধে।

যার মধ্যেই এই ছয়টি গুণ জেগে ওঠে, তিনিই সত্যিকারের ভগবান। এখন সময় এসেছে পথ চাও না দূরের মন্দিরে। নিজের ভেতর ঢুকো। বিদ্রোহ করো নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে। বীর্য জাগাও। ঐশ্বর্য জাগাও। জ্ঞান জাগাও। আর তোমার ভেতরের সেই দমিত ঈশ্বর বলবে, “আমি তোমার। আমি তোমার মধ্যেই। আমি তুমি।”

লেখক- ফকির জুয়েল সাধু

আরো পড়ুনঃ