ধর্ম পাড়ায় আজ চলছে লেনদেন।

0

ধর্ম পাড়ায় আজ চলছে লেনদেন।

ধর্ম পাড়ায় আজ চলছে লেনদেন। এ লেনদেন তারা করছে স্বয়ং প্রভুর সাথেই। “হে প্রভু আমার এই কাজ হলে তোমার চরণে তিনশত এক টাকা দেবো। আমার ছেলের এটা হলে তোমার মূর্তি সোনা দিয়ে মুড়িয়ে দেবো।” আবার কেউ কেউ বলছে, “আমি তোমার সকল আদেশ পালন করছি মৃত্যুর পর আমার জন্য সুখের ব্যবস্থা করে রেখো।”

কই আমিতো এখানে কোনো প্রার্থনা খুঁজে পাচ্ছি না। দোকানির সংগে যেমন পণ্য আর টাকার লেনদেন হয় ঠিক তুমি ও তো তোমার মন্দির, মসজিদ, গির্জায় বসে তাই করছো! তুমি কি দিলে তাঁকে কি দিতে হবে সব তো তুমি ঠিক করে দিচ্ছো। এ তোমার প্রার্থনা?

তোমার ধর্ম কিংবা তোমার উপাসনালয় নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমার মাথাব্যথা তোমার সেই লেনদেন কে নিয়ে যা তুমি প্রার্থনার নামে করে যাচ্ছো হয়তোবা নিজের অজান্তেই।

নিজেকে আস্তিত্ববাদে বিশ্বাসী বলে দাবি করো অথচ সেই পরম করুণাময় সত্তার উপর একটু আস্থা রাখতে পারলে না? তোমার কি প্রয়োজন তিনি কি তা জানেন না?

তাহলে কি প্রভুর দরবারে হাত তুলে কিছু চাওয়া পাপ? না আমি সেটা বলি নি। প্রতিদিন ইবাদত শেষে যদি আপনি বলতেন যে_ “হে প্রভু আমি তোমার দাস। আমার নিজস্ব বলে কিছু নাই। তুমি তোমার মতো করে চালিয়ে নাও আমাকে। আমি তোমার গোলাম, তুমি ব্যতীত আমার কোনো পরিচয় নাই। যাই হোক সব তোমার ইচ্ছেতেই হোক।” কেমন হতো বলুন তো।

আপনি যে প্রতিনিয়ত জান্নাত জাহান্নাম কিংবা সর্গ নরকের সুখ বা শাস্তির ভয় বা লোভে পড়ে ইবাদত করছেন তা তো গ্রহণযোগ্য হচ্ছে না। অন্তরে লোভ নিয়ে করা কোনো ইবাদতই যে পরমের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি কি দেখেন? তিনি তো আপনার অন্তর দেখেন। আর দেখেন আপনার প্রতিটি ইবাদতের নিচে কোনো কামনার ইট লুকানো নেই তো?

লেখা: AR Junayed Hasan

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel

Comments

Please enter your comment!
Please enter your name here