
গৌতম বুদ্ধকে শাক্যদের রাজারা যে প্রশ্ন করেছিলেন।
গৌতম বুদ্ধকে শাক্যদের সব রাজারা প্রশ্ন করেছিলেন- “কীভাবে শাসন করলে আমরা ভালো শাসক হতে পারবো?”
বুদ্ধ বলেছিলেন- “শাসন না করে। কারণ প্রজারা রাজার সন্তান।”
আমাদের জীবনে আমাদের সন্তানরাই সবচেয়ে বেশি আন্দোলন করে। যৌক্তিক হলে আমরা সেই আন্দোলন মেনে নেই, আর অযৌক্তিক হলে মেনে না নিয়ে তাদের মানিয়ে নিতে শেখাই। কিন্তু কখনো নিজের সন্তানদেরকে শাসনের নামে শোষণ করি না, মে*রে ফেলি না। এতে সন্তান যত অন্যায় আর অযৌক্তিক আবদারই করুক এবং আবদার পূরণের জন্য যতই ঘরের জিনিসপত্র নষ্ট করুক না কেন, কখনো তাদের চেয়ে আমাদের ঘরকে বেশি মূল্যবান ভেবে তাদের ধ্বংস কামনা করি না। ততটুকুই শাসন করি, যতটুকু না করলেই নয়। আর সন্তানকে সেই অল্প শাসন করে নিজেরাই কষ্ট পাই। কারণ একটাই, তারা আমাদেরই সন্তান।
বাবা-মায়ের কাছে যেমন সন্তানের চেয়ে মূল্যবান কিছু হয় না, ঠিক তেমনি একজন ভালো শাসক তার প্রজাদের চেয়ে অন্য কিছুকে বেশি মূল্যবান মনে করতে পারেন না। আর যে শাসক তার প্রজাদের সন্তান মনে করতে পারেন না, তিনি শাসকই নন; বরং শোষক।
-DM Rahat