হযরত গাউছে সুলতান নূরনগরী (কঃ)’র বংশ পরিচয়।

খ্রীষ্টীয় ১১শতকের প্রথম দিকে যে সকল ধর্ম প্রচারক বাংলাদেশে আগমন করেন,তাদের মাঝে হযরত ছৈয়দ সোলতান ইব্রাহিম শাহ্ বলখি মাহরুহী (রহঃ) এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি মধ্য এশিয়ার বলখ রাজ্যের সোলতান ছিলেন।

ঐসময় কোন এক ঘটনায় রাজকীয় বিলাস বহুল জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তিনি সিংহাসন ত্যাগ করে দামেস্কের তৎকালীন প্রসিদ্ধ সূফী সাধক হযরত শাইখ তৌফিক (রহঃ) এর শিষ্যত্ব গ্রহন করেন। বহুদিন পীরের সান্নিধ্যে থেকে কঠিন সাধনার পর তারই নির্দেশে ইসলাম প্রচারার্থে সমুদ্র পথে তৎকালীন বাংলায় আগমন করেন, যিনি ইতিহাসে Saint Warrior (সাধু যোদ্ধা) নামে খ্যাত।

হযরত ছৈয়দ ইব্রাহিম সোলতান শাহ্ বলখি (রহঃ) তার সফর সঙ্গী কয়েকজন ধর্ম প্রচারক সহ চট্টগ্রামে অবস্থানের পর পার্বত্য অঞ্চলের কোল ঘেঁষে উত্তর পশ্চিম দিক অভিমুখে যাত্রা করেন। পথিমধ্যে তারা চৌদ্দগ্রাম থানার অন্তর্গত ডিমাতলি গ্রামে এসে ধাইর দীঘির পাশে অবস্থান করেন। আউলিয়া কাফেলার কয়েকজনের শারীরিক অসুস্থতার কারনে তারা বেশ কিছুদিন অবস্থান করেন। (এই স্থানে বলখি রহঃ এর কিছু কারামত প্রকাশ হয়ে ছিল ও কিছু লোক ওনার তাবেদারীতে মশগুল ছিল)

পরবর্তীতে হযরত ছৈয়দ সোলতান ইব্রাহিম শাহ্ বলখি (রহঃ) বড় পুষ্কুরনী নিবাসী এক সম্ভ্রান্ত পরিবারের সাথে বিবাহে আবদ্ধ হন। সেখানে তার ঔরসে হযরত ছৈয়দ সোলতান মাহমুদ বলখী ওরফে বালক শাহ নামে এক সন্তানের জন্ম হয়। যার মাজার বর্তমানে বড় পুস্কুরনী (বিষ্ণুপুর) গ্রামে অবস্থিত।

আরো বহু বছর পর বর্তমান ঢাকার হরিরামপুর(হরিরামনগর) এবং বগুড়ার মহাস্থানগড় ও অন্যান্য স্থান হতে স্থানীয় রাজাদের অত্যাচারে জর্জরিত হয়ে দরিদ্র মুসলিম অমুসলিম কৃষক প্রজা কুলকে রক্ষা করার জন্য হযরত ছৈয়দ সোলতান ইব্রাহিম শাহ্ বলখি মাহরুহী (রহঃ) এর কাছে ডাক আসলো।

কিন্তু স্থানীয় লোকেরা তাকে যেতে দেবে না বলে বাধা প্রদান করল। তখন হযরত বলখি রহঃ লোকজনকে বুঝালেন যে, “তোমাদের বিপদ কেটে গেছে তোমরা এখন শান্তিতে জীবন-যাপন করছ,তোমাদের অন্য ভাইয়েরা বলরামনগর ও মহাস্থানগড়ে বিপদগ্রস্ত অবস্থায় কালাতিপাত করছে। তোমরা নিশ্চয়ই চাও যে তোমাদের অন্য ভাইয়েরাও এক নায়ক রাজার অত্যাচার হতে মুক্ত হয়ে শান্তিতে জীবন-যাপন করুক”।

তিনি আরো বলেন যে, ” তোমাদের জন্য আমার উপযুক্ত আওলাদ (বংশধর) রেখে গেলাম। তোমারা আমাকে খুশি মনে বিদায় দাও”। এ বলে হযরত আগন্তুকদের সাথে নিয়ে ঐসকল স্থানের উদ্দেশ্য রওয়ানা হয়ে গেলেন।

হযরত ছৈয়দ সোলতান ইব্রাহিম শাহ্ বলখি (রহঃ) তার জৌষ্ঠপুত্র হযরত ছৈয়দ সোলতান মাহমুদ (রহঃ), তার জৌষ্ঠপুত্র হযরত ছৈয়দ সোলতান আকবর শাহ্ (রহঃ)।

হযরত ছৈয়দ সোলতান আকবর শাহ্ (রহঃ) এর ঔরসে দুই সন্তান।

১/হযরত ছৈয়দ ফতেহ আলী খাঁ (রহঃ)।
২/হযরত ছৈয়দ সোলতান আজগর শাহ্ (রহঃ)।

কিছুদিন পর হযরত ছৈয়দ সোলতান ফতেহ আলী খাঁ (রহঃ) বাড়ী হতে নিরুদ্দেশ হয়ে আলী খাঁ নামে তরফ অভিযানে অংশ গ্রহন করেন। পরে মহাস্থান গড়ের যুদ্ধে ও অংশগ্রহণ করেন।

সেনাপতি লতিফ শিকদার এর সাথে উপরোক্ত দুই যুদ্ধ ক্ষেত্রে তার পরিচয় ঘটে। যুদ্ধ অবসানের পর হযরত ছৈয়দ ফতেহ আলী খাঁ (রহঃ) তার পূর্বপুরুষ হযরত ছৈয়দ সোলতান ইব্রাহিম শাহ্ বলখি (রহঃ) রুহানী নির্দেশে বাড়ী ফেরার পথে সেনাপতি লতিফ শিকদারের একমাত্র বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজ পিতৃভূমি বিষ্ণুপুর (বড় পুকুরিয়া) গ্রামে না গিয়ে শশুর বাড়িতে অবস্থান করেন।

এখানে তিনি ছৈয়দ ফাতাহ গাজী ওরফে ফতেহ গাজী নামেও সকলের নিকট পরিচিত ছিলেন। কালক্রমে সে স্থানে একটি বাজার গড়ে উঠে। জনাব ছৈয়দ ফতেহ আলী খাঁ (রহঃ) ওরফে পাতলা গাজী শাহ্ (রহঃ) এর ঔরসজাত দুই সন্তান,

১/হযরত ছৈয়দ সোলতান আবুল কাছেম শাহ্ (রহঃ)।
২/হযরত ছৈয়দ সোলতান গাউছ মোহাম্মদ শাহ (রহঃ)।

হযরত ছৈয়দ সোলতান গাউছ মোহাম্মদ শাহ্ এর পুত্র জনাব ছৈয়দ আহসান উল্লাহ শাহ্ পাতড্ডা গ্রাম (চিওড়া,চৌদ্দগ্রাম,কুমিল্লা) ছেড়ে গঙ্গানগর সাতবাড়িয়া (লতিফ শিকদার) গ্রামে হিজরত করে বসতি স্থাপন করেন।

তার কিছুকাল পর হযরত ছৈয়দ সোলতান আবুল কাছেম শাহ্ (রহঃ) এর পুত্র ছৈয়দ সোলতান আবুল কাদের শাহ্ (রহঃ) গঙ্গানগর সাতবাড়িয়া (লতিফ শিকদার) গ্রামে মসজিদের ইমাম হিসেবে আগমন করেন এবং পরে বসতি স্থাপন করেন।

হযরত ছৈয়দ আবদুল কাদের শাহ (রহঃ) এর জৌষ্ঠপুত্রনাম ছৈয়দ সোলতান কাজেম উদ্দিন শাহ্ (রহঃ) ওরফে কাজেম মিয়াজী তিনি ও মসজিদের ইমাম ও সূফি সাধক ছিলেন। উক্ত ছৈয়দ সোলতান কাজেম উদ্দিন শাহ্ (রহঃ) তাদের বংশধর হযরত ছৈয়দ সোলতান আহছান উল্লাহ শাহ্ এর কন্য ছৈয়দা সোলতানা গোলাব জাহান বিবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

হযরত ছৈয়দ ইব্রাহিম শাহ্ বলখি মাহরুহী (রহঃ) এর অধস্তন বংশধরের মধ্যে সপ্তম সিঁড়িতে এসে বংশের দুইধারা একই সূত্রে গ্রথিত হয়ে আমাদের আখ্যান ভাগের মহাপুরুষ হযরত গাউছে সুলতান ছৈয়দ নূরনগরী (কঃ) এর আগমন ঘটে।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel