হযরত আলীকে কেন মাওলা বলা হয়।
“মাওলা” শব্দের প্রকৃত অর্থ হচ্ছে – অভিভাবক, নেতা, বন্ধু ইত্যাদি।
বিদায় হজ্ব থেকে ফেরার পথে গাদীরে খুম নামক স্থানে লক্ষাধিক হজ্ব ফেরৎ হাজি, সাহাবাদের সম্মুখে স্বয়ং রাসূল (সাঃ) নিজে বলেছেন- “আমি যার মাওলা(অভিভাবক), এই আলী তার মাওলা। আমার পরে আলী হবে মুমিনদের মাওলা।”