কোরবানী অর্থ কি?
কোরবানী (قربانى) এটি একটি আরবি শব্দ। এর অর্থ হলো- নৈকট্য, ত্যাগ-তিতিক্ষা। আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের জন্য সকল কুপ্রবৃত্তিকে ত্যাগ করাই কোরবানি।
ইসলামি পরিভাষায়, কোরবানী হলো- আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পশু জবাই করা, যা ঈদুল আযহার সময়ে আদায় করা হয়। কিন্তু এর গভীর অর্থ হলো নিজের প্রিয় কিছু আল্লাহর রাহে উৎসর্গ
করা।
সুফিদের মতে কোরবানী শুধু পশু জবাই নয়, বরং নিজের ভিতরের ইচ্ছা, লোভ, অহংকার -এই সবকিছুর ওপর জবাই চালানো। আসল কোরবানী তখনই হয়, যখন কেউ নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত হয়। আর সেই প্রিয় জিনিস হচ্ছে নিজের ভিতরে যত্নে লালিত হওয়া স্বভাব যেমন: কাম, আমিত্ব, ইচ্ছা, আকাংখা, লোভ, অহংকার, হিংসা ও ক্রোধ এইসব আমরা সহজে ছাড়তে পারিনা।
ইব্রাহিম (আ.) যখন নিজের সন্তানকে কোরবান করতে উদ্যত হয়েছিলেন, সেটা ছিল কেবল আল্লাহর প্রতি তাঁর নিঃশর্ত ভালোবাসা ও আনুগত্যের প্রকাশ। আজ আমরা সেই স্মরণেই পশু কোরবানী দিই, কিন্তু সত্যিকারের কোরবানী হলো আমাদের ভেতরের কাম, আমিত্ব, ইচ্ছা, আকাংখা, লোভ, অহংকার, হিংসা, ক্রোধ আর কুপ্রবৃত্তিকে জবাই করা।
কোরবানী কেবল একটি উৎসবই নয়! এটা এক আত্মমুক্তির উপায়, এবং বিশাল এক শিক্ষা ও ত্যাগের নাম।
– Nishat Wahid






