(সা.), (রা.), (রহ.) ও (আ.) এর অর্থ ও পূর্ণরূপ জেনেনিন
আমরা জানি যে, নবী-রাসুল, সাহাবায়ে কেরামের নামের পরে (সা.), (রা.), (রহ.) ও (আ.) ইত্যাদি লাগানো হয়। কিন্তু এগুলোর পূর্ণরূপ ও অর্থ অনেকেই জানেন না। এগুলোর অর্থ ও পূর্ণরূপ নিম্নে তুলে ধরা হলো:-
(১) স./ সা. = সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। – অর্থ: আল্লাহ তার প্রতি রহমত (দয়া) ও শান্তি বর্ষণ করুন।
(২) র./রা.= রাদিআল্লাহু আনহু। – অর্থ: আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোন।
(৩) রহ./রাহ.= রাহিমাহুল্লাহ/রহমাতুল্লাহি আলাইহি। – অর্থ: আল্লাহ তার প্রতি রহম করুন অথবা তার উপর রহমত (দয়া) বর্ষিত হোক।
(৪) আ. = আলাইহি ওয়া সাল্লাম। – অর্থ: তার ওপর শান্তি বর্ষিত হোক





