আলী ইবনে আবি তালিব তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম পুরুষ।
রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ خَيْرُ رِجَالِكُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ.
আলী ইবনে আবি তালিব তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম পুরুষ।
(তারীখে বাগদাদ ৪:৩৯২,মুন্তাখাবু কানযুল উম্মাল ৫:৯৩)
সর্বপ্রথম আমার সাথে যে নামায পড়েছে সে হলো আলী।
রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ أََوَّلُ مَنْ صَلَّي مَعِي عَلِيٌّ.
সর্বপ্রথম আমার সাথে যে নামায পড়েছে সে হলো আলী।
(কানযুল উম্মাল ১১:৬১৬/৩২৯৯২,আল ফেরদৌস ১:২৭/৩৯)
নিশ্চয় আলী আমা থেকে আর আমি আলী থেকে।
রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ إِنَّ عَلِيّاً مِنِّي، وَ أََنَا مِنْهُ، وَ هُوَ وَلِيُّ كُلِّ مُؤمِنٍ بَعْدِي.
নিশ্চয় আলী আমা থেকে আর আমি আলী থেকে। আর সে...
নিশ্চয় আলী আমার পরে তোমাদের অভিভাবক।
রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ إنَّ عَلِيّاً وَلِيُّكُمْ بَعْدِي.
নিশ্চয় আলী আমার পরে তোমাদের অভিভাবক।
(কানযুল উম্মাল ১১:৬১২/৩২৯৬৩,আল ফেরদৌস ৫:২৯২/৮৫২৮)
মুমিনের আমলনামার শিরোনাম হলো আলী ইবনে আবি তালিবের ভালোবাসা।
দয়াল রাসূল পাক (সাঃ) বলেছেনঃ عُنْوَانُ صَحِيفَةِ الْمُؤمِنِ حُبُّ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ.
"মুমিনের আমলনামার শিরোনাম হলো আলী ইবনে আবি তালিবের ভালোবাসা।"
(আল মানাকিব– ইবনে মাগাযেলী:...
আমি হিকমতের গৃহ আর আলী তার দরজা”
দয়াল রাসূল পাক (সাঃ) বলেছেনঃ أَنَا دَارُ الْحِكْمَةِ، وَ عَلِيٌّ بَابُهَا.
"আমি হিকমতের গৃহ আর আলী তার দরজা"।
সূত্র: (সুনানে তিরমিযী ৫:৬৩৭/৩৭২৩,হিল্লিয়াতুল আউলিয়া ১:৬৪,আল জামিউস্ সাগীর...
আমি সমস্ত জ্ঞানের নগরী আর আলী তার তোরণ।
রাসূল পাক (সাঃ) বলেছেনঃ أَنَا مَدِينَةُ الْعِلْمِ وَ عَليُّ بَابُهَا، فَمَنْ أَرَادَ الْمَدِينَةَ فَلْيَأتِ البَابَ.
"আমি সমস্ত জ্ঞানের নগরী আর আলী তার তোরণ। কাজেই যে...
আমার পরে আলী হলো আমার উম্মতের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী।
রাসূল পাক (সাঃ) বলেছেনঃ أَعْلَمُ اُمَّتِي مِنْ بَعْدِي عَلِیُّ بْنُ أَبِي طَالِبٍ.
"আমার পরে আলী হলো আমার উম্মতের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী।"
সূত্র: (কানযুল উম্মাল ১১:৬১৪/৩২৯৭৭,আল ফেরদৌস...
হে আলী তুমি দুনিয়া এবং পরকালে আমার ভাই।
দয়াল রাসূল পাক (সাঃ) মাওলা আলীকে বলেনঃ أَنْتَ أَخِي فِي الدُّنْيَا وَ الْاَخِرَة.
"হে আলী তুমি দুনিয়া এবং পরকালে আমার ভাই।"
সূত্র: (সুনানে তিরমিযী ৫:৬৩৬/৩৭২০,আর রিয়াদুন...
এমনভাবে ইবাদত করো যেনো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ।
রাসুলুল্লাহ (সা.) বলেনঃ- “এমনভাবে ইবাদত করো যেনো তুমি তাঁকে (আল্লাহকে) দেখতে পাচ্ছ; যদি তুমি তাঁকে দেখতে না-ও পাও, তবে নিশ্চয় তিনি তোমাকে দেখছেন।”
সূত্রঃ (মুত্তাফাকুন...
আদমের সৃষ্টির চার হাজার বছর আগে আল্লাহর সান্নিধ্যে আমি আর আলী একই নূর ছিলাম।
হযরত রাসুলাল্লাহ (সাঃ) বলেনঃ-
“আদমের সৃষ্টির চার হাজার বছর আগে আল্লাহর সান্নিধ্যে আমি আর আলী একই নূর ছিলাম। তারপর যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন তখন...
আমি(রাসূল) যার বন্ধু আলী ও তাঁর বন্ধু।
“আমি(রাসূল) যার বন্ধু আলী ও তাঁর বন্ধু।”
*সূত্র - তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭১৩ ।