মোয়াবিয়ার নিকট মাওলা আলী (আঃ) এর পত্র।

মোয়াবিয়ার নিকট মাওলা আলী (আঃ) এর পত্র।

মোনাফেক মোয়াবিয়ার নিকট মাওলা আলী (আঃ) এর পত্র/চিঠি। এই চিঠি পড়লেই মোয়াবিয়ার অপকর্ম গুলো উন্মোচন হয়। উক্ত পত্রখানা নিম্নে পেশ করা হলোঃ

পত্রঃ ৫৫

মহিমান্বিত আল্লাহ পরকালের জন্যই এ পৃথিবী সৃষ্টি করেছেন এবং এর অধিবাসীগনকে এক মহাপরীক্ষায় রেখেছেন যে, তাদের কে কর্মে ও ইমানে উত্তম। আমাদের এ দুনিয়ার জন্য সৃষ্টি করেননি এবং এর জন্য সংগ্রাম করতে ও আদেশ দেননি। কিন্তু পরিক্ষায় সমক্ষীন হওয়ার জন্য আমাদের এখানে থাকতে দিয়েছেন। সুতরাং আল্লাহ আমাকে দিয়ে তোমাকে এবং তোমাকে দিয়ে আমাকে পরিক্ষা করছেন। যেহেতু তিনি আমাদের একজনকে অপরজনের ওজর হিসেবে তৈরি করেছেন।

কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে তুমি দুনিয়াতে লম্ফ দিয়ে চলছো এবং যে জন্য আমার হাত বা জিহবা আদৌ দায়ি নহে সে বিষয়ে তুমি আমার হিসেব চেয়েছো। কিন্তু তুমি ও সিরিয়ানগন আমাকে দোষারোপ করছো এবং অজ্ঞ জনগণকে তোমার ভাড়া করা শিক্ষিত লোক দ্বারা আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছো। এতে মনে হচ্ছে, যে বসে আছে তার প্রতি দন্ডায়মান ব্যাক্তি অন্যদেরকে উত্তেজিত করছে। তোমার নিজের জন্য আল্লাহকে ভয় করো এবং শয়তানের বশবর্তী হয়ো না। পরকালের দিকে মুখ ফেরাও কারণ সেটাই তোমার ও আমার সকলের পথ। আল্লাহকে ভয় করো যেনো তিনি তোমাকে এমন আকস্মিক শাস্তি প্রদান না করেন যাতে তিনি শাখা ও কান্ড ধ্বংস করে দেন। আল্লাহর নামে আমি শপথ করছি, যদি ভাগ্য তোমাকে এবং আমাকে একত্রিত করে তবে আমি দৃঢ় ভাবেই তোমার সামনে দাড়াবো “যে পর্যন্ত না আল্লাহ আমাদের বিচার না করেন এবং তিনি সর্বোত্তম বিচারক।” (কুরআন,৭ঃ৮৭)।

সুত্র: নাহজ আল বলাঘা
নিবেদক: শেখ জাহিদ

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel