(পর্ব-১)
অমর বানী চিরন্তনীঃ
১.
“অনুতাপ নিপীড়িত ব্যাথিত জনের শক্তি ধরে অস্ত্রধারী শত সিপাহের।”২.
“পীরের দিলে দিল মিশাইলে ক্বালব হবে রৌশনি গো দেহ হবে নূরানী।”৩.
“ওলী আল্লাহ সকল একটি জ্বলন্ত লৌহসদৃশ একখণ্ড লৌহ যেইরুপ আগুনে পুড়িয়ে আগুনের রঙ ধারণ করে সেইরূপ আল্লাহর ওলী সকল আল্লাহতালার নুরের তাজাল্লিতে জ্বালিয়ে আল্লাহর গুনে গুণিত হন”৪.
“খোদাপ্রাপ্তিজ্ঞান অর্জন করা মানব জীবনের প্রধান লক্ষ। কারন তাহারই প্রভুত্ব স্বীকার ও তাহারই দাসত্বের জন্য মানুষের সৃষ্টি।”৫.
“খোদাপ্রাপ্তি তত্বজ্ঞান অর্জন চারটি মূলনীতির উপর দন্ডায়মান। আদব, বুদ্ধি, মহব্বত ও সাহস।”৬.
“মুরীদের লতিফা সমুহের সহিত আল্লাহতায়ালার নূরের কানেকশন সৃষ্টি হয়।”৭.
“যে সাধক বেলায়েতের নবুয়ত ও কামালাতের নেয়ামত প্রাপ্ত, তিনিই রাবেতার যোগ্য পীর।”উপদেশ মূলক বানীঃ
৮.
“দিনে কম খাও, যদিও তুমি রোজাদার নও, পেট পুরে খাইও না, যেহেতু তুমি চতুষ্পদ জন্তু নও”৯.
“তোমরা যদি খোদা তায়ালাকে পাইতে চাও, তবে পীরের কদমে জান-মাল বিসর্জন দাও।”১০.
“হে জাকেরান ও আশেকান সকল! তোমরা যদি খোদাতায়ালাকে পাইতে চাও, ফানা-ফিস-শেখ, ফানা-ফির রাসূল, ফানা-ফিল্লা ও বাকা-বিল্লাহ এর জ্ঞান অর্জন করিতে চাও, তাহা হইলে আদব, বুদ্ধি, মহব্বত ও সাহসের সাথে পীরের খেদমত করো”আপন পীরের প্রতি আদব সম্পর্কে বানী ও উপদেশঃ
১১.
“পীরের হাতে মুরিদকে এমন ভাবে থাকিতে হয় যেমন ধৌতকারীর হাতে মুর্দা থাকে।”১২.
“পীরকে ভক্তি শ্রদ্ধা সবচেয়ে বেশি করিতে হয়। কারন দুনিয়ার সমস্ত ঋন পরিশোধ করা গেলেও পীরের ঋনকে পরিশোধ করা যায়না।”১৩.
“পীরের দয়াতেই মুরিদ চিরস্থায়ী জীবনের সন্ধান পায়, অদৃশ্য জগত অবলোকন করে। মুরীদ জয় জগৎ, নূরের জগৎ ও সিফাতের জগত পার হইয়া খোদাতায়ালার সান্নিধ্যে অর্জন করে।”১৪.
“পীরের অসন্তুষ্টি মুরিদের জন্য দুর্ভাগ্যের কারন।”১৫.
“পীরের ইশারাকে না বুঝিলে খোদাপ্রাপ্তির আশা বৃথা। মারেফতের ভাষা ইশারাপূর্ণ।”১৬.
“পীর ও মুরিদের খেলা অত্যান্ত কঠিন। মুরিদকে বিপদ সমুদ্রে নিক্ষেপ করিয়া পীর সাগরপারে বসিয়া থাকেন।”১৭.
“পীরের সুরাতে মেছালীকে যে মুরিদ ধরিতে পারে, সে না চাইতেই পীরকে সর্বদাই নিকটে পায়।”১৮.
“তোমরা ওলি আল্লাহর জীবনী পড়িয়া দেখো, তাহা হইলে, আপন আপন পীরের প্রতি তাহাদের গভীর মহব্বতের পরিচয় তোমরা পাইবে।”১৯.
“পীরের প্রতি প্রেম, ভক্তি বা মহব্বত জাতি পর্যায়ে উন্নীত করিতে না পারিলে পীরের সন্তুষ্টি অর্জন সম্ভব নয়।”২০.
“পীরের তাওয়াজ্জুহ এওেহাদীর প্রয়োগে মুরিদের রুহ তদীয় দৈহিক খাঁচা হইতে বাহির হইয়া ঊর্ধ্বদিকে গমন করে।”
সূত্র: শাহ্সূফী হযরত খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের ২৩খন্ড নসিহত শরীফ হতে নেওয়া হয়েছে।