হোমপেজ শিক্ষণীয় ঘটনা ও বাণী গৌতম বুদ্ধ ও এক স্ত্রীলোকের ঘটনা।

গৌতম বুদ্ধ ও এক স্ত্রীলোকের ঘটনা।

477

গৌতম বুদ্ধ ও এক স্ত্রীলোকের ঘটনা।

গৌতম বুদ্ধ একদিন এক গ্রামের একটি গাছের নিচে বসে ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ করে একজন স্ত্রীলোক এসে গৌতম বুদ্ধকে প্রশ্ন করলেনঃ আমার জানার খুব আগ্রহ, আপনি কেন এত কম বয়সে সন্যাস গ্রহণ করলেন? আপনাকে দেখলেতো একজন রাজকুমারের মত মনে হয়, তাহলে কেন সবসময় সাদাসিধে বস্ত্র পড়ে থাকেন?

গৌতম বুদ্ধ স্ত্রীলোকের প্রশ্নের উত্তরে বললেনঃ আমি তিনটি বিষয় সমাধানের জন্য সন্যাস গ্রহণ করেছি। বর্তমানে আমার যে শরীর আছে তা যুবক এবং আর্কষণীয়, ধীরে ধীরে তা বৃদ্ধ হয়ে যাবে তারপর অসুস্থ হয়ে পড়বে এবং মৃত্যুতে শেষ হয়ে যাবে। আমাকে বৃদ্ধ অবস্থা, অসুস্থ অবস্থা ও মৃত্যুর কারণ সম্পর্কের জ্ঞান অর্জন করতে হবে তাই আমি সন্যাস গ্রহণ করেছি।

সেই স্ত্রীলোক গৌতম বুদ্ধের কথায় অবাক ও খুশি হলেন। অতঃপর; স্ত্রীলোক গৌতম বুদ্ধকে তার বাসায় আমন্ত্রন করলেন। ছোট গ্রাম ছিলো তাই খুব দ্রুত গৌতম বুদ্ধের আগমনের কথা ছড়িয়ে পরলো, গ্রামের লোকজন যখন জানতে পারলো এবং পরবর্তীতে তারা সবাই মিলে গৌতম বুদ্ধের কাছে গেলেন এবং সকলে মিলে অনুরোধ করলেন যেন এই স্ত্রীলোকের বাসায় না যান, কারণ সেই মহিলা ছিলেন একজন চরিত্রহীন।

তারপর গৌতম বুদ্ধ গ্রামের প্রধান ব্যাক্তিকে জিজ্ঞাসা করলেনঃ আপনিও কি এটা মানেন যে এই স্ত্রী লোকটি চরিত্রহীন? তখন গ্রামের প্রধান ব্যাক্তি বললেন আমি কসম করে বলছি এই মহিলাটি চরিত্রহীন, দয়া করে আপনি তার ঘরে প্রবেশ করবেন না।

তারপর গৌতম বুদ্ধ গ্রামের প্রধান ব্যাক্তিকে আবার বললেনঃ আমি যদি আপনার এক হাত ধরে রাখি এবং তালি বাজাতে বলি? তখন গ্রামের প্রধান ব্যাক্তি বললোঃ এক হাত দিয়ে কিভাবে তালি বাজাবো? তখন গৌতম বুদ্ধ বললেনঃ এই স্ত্রীলোক একা কিভাবে চরিত্রহীন হতে পারে? যতক্ষণ না এই গ্রামের পুরুষ চরিত্রহীন না হয়, যদি এই গ্রামের সকল পুরুষ চরিত্রবান হয়ে থাকে তাহলে এই স্ত্রীলোকটি চরিত্রহীন কিভাবে হলো?

এই স্ত্রীলোকের এরূপ চরিত্রের জন্য এখানকার পুরুষেরাও দায়ী। গৌতম বুদ্ধের এই কথা শুনার পর সবাই লজ্জিত হলো। বুদ্ধ বললোঃ তালি কখনো এক হাতে বাজে না, এর জন্য কাউকে দোষী সাব্যস্ত করার আগে তার দোষের কারণ জানা জরুরী।