
খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.)’র জন্ম ও ওফাত।
জন্ম ও শিক্ষা—
হযরত খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.)’র জন্ম ১৮৮৬ সালে, শনিবার সুবহে সাদিকের সময়। পিতার দিক দিয়ে ফাতেমী বংশের এবং মায়ের দিক দিয়ে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর ছিদ্দিক (রাদ্বি.)’র বংশের সাথে সম্পৃক্ত। পাঁচ বছর বয়সেই পিতৃবিয়োগ হওয়ায় মহীয়সী ও বিদূষী মাতার তত্ত্বাবধানে অপ্রাতিষ্ঠাতিকভাবে পৈতৃক পাঠাগারে সংরক্ষিত কুরআন—হাদিস—ফেকাহ ও অন্যান্য কিতাবাদি অধ্যায়নসহ আরবী ও ফারসি ভাষার বিশেষ জ্ঞান লাভ করেন। তাঁর আম্মাজান তাহমিনা বেগম পারিবারিকভাবে তফসির—হাদিস—ফেকাহ এমনকি আরবী ও ফারসি ভাষার জ্ঞান অর্জন করেছিলেন।

ইন্তেকাল বা ওফাত লাভ—
বিংশ শতাব্দীর এ মহান আধ্যাত্মিক রাহবার হযরত খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.) ২রা মার্চ ১৯৫২ খ্রিষ্টাব্দ, ১৩৫৮ বঙ্গাব্দ ১৮ই ফাল্গুন, ৫ই জমাদিউস সানী ১৩৬৮ হিজরীর রোজ রবিবার বেলা ১২টা ১৫ মিনিটে ৬৪ বছর বয়সে অসংখ্য তরিকত অনুসন্ধানী ও দ্বীনের দাঈয়ী রেখে চিরদিনের জন্য আল্লাহর সান্নিধ্যে চলে যান। পূর্ববঙ্গের স্মরণকালের ইতিহাসে বৃহত্তর জানাজা ছিলো তাঁর। হে আল্লাহ! আপনার এ প্রিয় বান্দার মত জীবন গড়ার তৌফিক দান করুন, তার রূহানী ফয়ুজাত নসীব করুন।