
তোমার ভালবাসার বিশাল সমুদ্র।
তোমার ভালবাসার বিশাল সমুদ্র সকলের কাছে কূল কিনারাহীন হলেও তোমার কাছে তা পানি ভর্তি ছোট্ট একটি পাত্রের মতন।
তোমার প্রেমের সাগরের গভীরতা কেউ পরিমাপ করতে পারবে না। তুমি পানির ছোট্ট পাত্রটিকে সূক্ষ্মভাবে মাপ জোক করতে পারো।
অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে তোমার দয়ার সাগরের জলরাশির সর্বমোট পরিমাণ কেউ জানে না। অতীতে,ব র্তমানে ও ভবিষ্যতে ছোট্ট পাত্রটির সর্বমোট পানির পরিমাণ তুমি নিশ্চয়ই জানো।
তোমার করুণার সাগরের প্রতিটি জলকণা প্রতি মুহূর্তে নতুন সৌন্দর্যে সুন্দর হচ্ছে যার এক লক্ষ ভাগের এক ভাগও কারও পক্ষে উপভোগ করা সম্ভব না। পানি ভর্তি ছোট্ট পাত্রটির প্রতিটি পানি কণার প্রতি মুহূর্তের সৌন্দর্য সম্পর্কে তুমি সচেতন।
তোমার ভালবাসার একটি দিক হল ক্ষমা। তুমি অবিরত ক্ষমা করছো। তোমার কাছে ও প্রতিপক্ষের কাছে ক্ষমা চাওয়ার ও প্রতিপক্ষকে ক্ষমা করার কল্যাণকর চিন্তা দান করছো। ক্ষমা লাভ করার জন্য এবং ক্ষমা করার জন্য প্রার্থনা করার ও সৎ কর্ম করার শুভ ভাবনা দান করছো। দেরিতে ক্ষমা চাওয়া ও ক্ষমা করার জন্য অন্তরে অনুশোচনা সৃষ্টি করছো ও সে জন্য তোমার প্রতি কৃতজ্ঞ হতে সাহায্য করছো। ক্ষমা করার ক্ষেত্রে ও ক্ষমা চাওয়ার ক্ষেত্রে মধ্যপন্থী হতে শেখাচ্ছো। এই সকল জ্ঞানে আলোকিত করার জন্য তোমার প্রতি ও ক্ষমার বাণী প্রচারকারীদের প্রতি ঋণ স্বীকার করতে শেখাচ্ছো। এই মহৎ কাজ গুলো তুমি অনন্তকাল ধরে কতবার করবে সে সম্পর্কে কেউ জানে না। ছোট্ট পাত্রটি ও এর জল রাশির অনন্তকালীন সকল বৈশিষ্ট্য সম্পর্কে তুমি সচেতন।
সূর্যের এক মুহূর্তের আলোর তুলনায় সূর্যের পুরো আলোর ভাণ্ডার যেমন অনেক বিশাল ঠিক তেমনি পানি ভর্তি ছোট্ট পাত্রটি সম্পর্কে সদা সচেতন থাকতে যে পরিমাণ জ্ঞান তোমার প্রয়োজন তার তুলনায় তোমার জ্ঞান ভাণ্ডার অনেক বিশাল।
লেখক:
মুহাম্মাদ সামিউর রহমান। (ইস্ট ওয়েস্ট ইউনিভারসিটি থেকে ইংরেজীতে এম.এ)।