মহান পবিত্র সত্ত্বা আহলে বাইতে রাসূল (সাঃ)
আমি অতি নগন্য একজন জ্ঞান পিপাসু হিসেবে চেষ্টা করি দয়াময় মহান আল্লাহর কৃপা প্রাপ্ত ব্যক্তিদের জীবন আদর্শ নিয়ে স্টাডি করতে। এই প্রচেষ্টায় সমসাময়িক ইসলামি আদর্শের যেই বিষয়টি গুরুত্বের সাথে গভীর ভাবনার দ্ধার উন্মোচিত হচ্ছে তা হলো মহান আল্লাহ কতৃক প্রেরিত মহান পবিত্র সত্ত্বা আহলে বাইতে রাসূল (সাঃ)।
যুগে যুগে দীন-ধর্ম ইসলাম এবং মহা সত্য আল্লাহর হুকুমত রহমতের ধারা অব্যাহত রাখার জন্য অধম্য ধৈর্য্য, বীরত্ব, শ্রেষ্ঠত্বসহ নানান মহৎ গুণাবলীর অধিকারী ছিলেন পবিত্র আহলে বাইত এবং নবী মুস্তফা দঃ এর পবিত্র বংশধরগন।
পবিত্র কুরআন হাদিসের বর্ননায় আমরা দেখতে পাই ওলিল আমর, সফল ব্যক্তি, মহাপুরস্কার প্রাপ্ত ব্যাক্তিদের অধিকাংশ আহলে বাইত এর সদস্য এবং তিনাদের অনুসরণ অনুকরণকৃত বড় বড় বুজুর্গানে দিন অলি আওলিয়া। মহান আল্লাহ যুগে যুগে যে নবী রাসুল পাঠিয়েছেন তাদের সবারই পূর্বপুরুষ নবি-রাসুল ছিলেন। মূলত একটি পবিত্র বংশের শ্রুতের ধারাবাহিক ভাবে এসেছেন দীন ও হেদায়তের বাহকগন। নবী, রাসুল রূপে। যেমন হযরত আদম (আঃ) থেকে হযরত শীশ (আঃ)।
পরবর্তীতে হযরত ইব্রাহিম (আ:) হতে হযরত ইসমাঈল (আঃ) হয়ে নুর নবী মুস্তফা দঃ হয়ে মওলা আলী আঃ ও মা ফাতেমা (আঃ) হয়ে ইমাম হাসান আঃ, ইমাম হুসাইন আঃ, যুগের বড় পীর হযরত আব্দুল কাদের জীলানী (রা:) খাজা মঈনুদ্দিন শিচতী (রা:) হযরত গাউছুল আজম মাইজভান্ডারি (রা.)সহ দীনের মহান পবিত্র সত্বা। ফিতনা যখন চারদিক গ্রাস করে নিবে তখন শেষ দিকে দীনের আলো প্রতিষ্টা করতে আসবেন ছৈয়দ ইমাম মাহদি আঃ। উমাইয়াদের প্রতিষ্টিত অপ কৌশল যুগে যুগে কালের বিবর্তনে ধর্মীয় লেবাস ব্যাবহার করে ইহুদি চক্রান্তের মাধ্যমে কতিত মুল্লাগন (কষ্ মুল্লা) সহজ সরল ধর্মপ্রাণ মুসলিমদের বিভিন্ন ভাবে প্ররোচিত করে হকের পথকে রূদ্ধ করতে দেখা যায়।
তথাপি এই ইস্পাত কঠিন রূদ্ধ পথ অতিক্রম করে সত্যের আদর্শী সংগ্রাম তথা মুহাম্মদী ইসলাম এর সঠিক দ্বার উন্মোচিত করে যাচ্ছেন আহলে বাইত ও আশেকে আহলে বাইতগন। তার দ্বারাবাহিকতায় যুগের কঠিন এই সময়ে অন্যান্যদের মধ্যে মহান সাতগাছিয়া দরবার শরীফ এর রাহবার, ইমামে তরিকত শাহ সুফি ছৈয়দ আবুল মাকছুম মুহাম্মদ মোতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী মঃজিঃআঃ অন্যতম।
তিনার ভিষণ সত্যের মশাল বিশ্বময় ছড়িয়ে দেওয়া। বার বার বিভিন্ন বাধা ও মিথ্যা তোহমত এর সম্মুখীন হওয়া স্বর্থেও তিনি সত্যের পথে আপসহীন এক দৃঢ় মূর্তপ্রতীক হিসেবে কাজ করে যাচ্ছেন। মহান আল্লাহর অপার কৃপায় শত প্রতিকূল পরিবেশে দেশ এবং দেশের বাইরে তিনি সত্যের বার্তা পৌঁছে দিচ্ছেন। মহান আল্লাহর কৃপায় অনেকটা সফলও হচ্ছেন তিনি এই যাত্রায়। যেমন স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে পবিত্র কোরআন হাদিসের আলোকে আহলে বাইত আঃ এর আলোচনা, সাধারন মানুষদের মধ্যেও আহলে বাইত আঃ এর বিভিন্ন বিষয়ে জানা, আহলে বাইত আঃ নিয়ে প্রশ্ন করা ইত্যাদি দৃষ্টান্তমূলক অর্জন। অন্যান্যদের মত তিনার এই অসম সাহসী যুদ্ধ চলমান থাকবে আমৃত্যু।
মওলা সবাইকে মহান আহলে বাইত আঃ এর মর্যাদা জানার বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।
লেখাঃ মোঃ হান্নান হোসাইন হিমেল