হোমপেজ শিক্ষণীয় ঘটনা ও বাণী ইব্রাহিম নবী ও এক কাফিরের শিক্ষনীয় ঘটনা।

ইব্রাহিম নবী ও এক কাফিরের শিক্ষনীয় ঘটনা।

ইব্রাহিম নবী ও এক কাফিরের শিক্ষনীয় ঘটনা।

কথিত আছে যে, একবার এক কাফির ব্যক্তি হযরত ইব্রাহিম (আ.)- এর কাছে কিছু খাবার চাইল। হযরত ইব্রাহিম বললেন: “যদি তুমি মুসলমান হও তাহলে আমি তোমাকে আমার মেহমান হিসেবে গ্রহণ করতে পারি এবং পেট পুরে খেতে দিতে পারি।”

এ কথা শুনে কাফির লোকটি কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম (আ.)- এর কাছে ওহী এলো:-

“হে ইব্রাহিম! আমি ৭০ বছর যাবত এ কাফিরকে রুজি দিচ্ছি আর তুমি যদি এক রাতে ওকে খাবার দিতে এবং তার দ্বীন সম্পর্কে প্রশ্ন না করতে- তোমার কি ক্ষতি হতো?”

ইব্রাহিম (আ.) ওহীর মাধ্যমে আল্লাহর বক্তব্য শুনে অত্যন্ত লজ্জিত হলেন। তিনি সে কাফির ব্যক্তির সন্ধানে ছুটে পড়লেন। অবশেষে অনেক কষ্টের পর তাকে খুঁজে পেলেন। এরপর হযরত ইব্রাহিম ঐ কাফিরকে বাড়িতে এনে পেট ভরে খাওয়ালেন। খাবার শেষে সেই কাফির লোকটি অবাক হয়ে ইব্রাহিমকে জিজ্ঞেস করল: “হে ইব্রাহিম! এমন কি হলো যে, আপনি আগের অবস্থান থেকে থেকে ফিরে এসেছেন? আর আমার জন্য খুব সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছেন?”

ইব্রাহিম (আ.) কাফির লোকটিকে ওহী আসার ঘটনা খুলে বললেন। কাফির লোকটি ঘটনাটি শুনে হযরত ইব্রাহিমকে (আ.) বলল: “যদি আপনার প্রভু এ পরিমাণ দয়ালু হয়ে থাকেন তাহলে আপনার দ্বীন সম্পর্কে আমাকে জানান, যেন আমিও এরকম ধর্ম গ্রহণ করে ধন্য হতে পারি।”

সূত্র: (শেখ সা’দি; বুস্তান, পৃঃ নং ৫৯। আত্তার নিশাপুরী; মুসিবাত নামা, পৃঃ নং ৩০৭)