লেখক হতে চাই

Sufibad24.com -এ আপনি যদি একজন নিয়মিত লেখক বা লেখিকা হতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে আপনার একটি প্রোফাইল তৈরী করে দেওয়া হবে। তাছাড়া, ওয়েবসাইটে কিভাবে পোস্ট লিখতে হয় এবং এই সম্পর্কে আপনার কোনো রকম অভিজ্ঞতা বা ধারণা যদি নাও থাকে, তাহলে আপনার লেখা ও ইমেজ আমাদের ইমেইলে, হোয়াটসঅ্যাপে বা ফেইসবুকে পাঠিয়ে দিলে আমরা আপনার প্রোফাইল থেকে পোস্ট পাবলিশ করে দিব।

উন্মুক্তভাবে সূফিবাদ প্রচার ও প্রসারের স্বার্থে আপনার সহযোগিতা একান্তই কাম্য।

লেখা পাঠানোর পূর্বে শর্ত গুলো দেখুন:-

  • লেখা অবশ্যই তাসাউফ, নবী-আউলিয়া-সাধক-মনিষীদের জীবনী/বাণী/হিকমাহ/ইলম/তত্ত্ব, ইসলামের ইতিহাস এবং আহলে বায়েতের শান-মান ভিত্তিক হতে হবে।
  • কোনো ওয়েব সাইটের কপি করা কনটেন্ট গ্রহণযোগ্য নয়। (নিজস্ব লেখা হলে বেশি প্রধান্য দেওয়া হবে)
  • পূর্বে কোনো ব্লগে কিংবা ওয়েবসাইটে প্রকাশ করেছেন এরকম লেখা আমাদের ওয়েব সাইটে প্রকাশ করা হয় না।
  • আত্ম-প্রচার, স্প্যাম এবং অপ্রাসঙ্গিক লিঙ্কগুলি অনুমোদন করা হবেনা।
  • পোস্টে কোনো প্রকার খারাপ অসংযত থাকলে তা প্রকাশ করা হবেনা।
  • লেখার মধ্যে ভুল বা মনগড়া তথ্য থাকলে তা প্রকাশ করা হবেনা।
  • ব্যক্তিস্বার্থ কিংবা রাজনৈতিক বিষয়ে কোনো লেখা গ্রহণযোগ্য নয়।
  • কাউকে বা কারো ধর্মকে, আঘাত হানতে পারে এরকম পোস্ট প্রকাশ করা হবেনা।
  • ইমেজ ও থাম্বনেইল থাকলে মেইলে পাঠাতে হবে, অবশ্যই মেইলে আপনার উক্ত পোস্টের টাইটেল বা  পোস্টার প্রথম দুই লাইন লিখে দিবেন যাতে সহজেই সনাক্ত করা যায়। (ইমেল- sufibad24.com@gmail.com )
  • পাঠকদের পাঠানো পোস্টগুলো দেখুন
  • লেখকদের তালিকা দেখুন

ইমেইলে লেখা পাঠান: sufibad24.com@gmail.com